ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশুগঞ্জে টর্নেডোতে আহত ৫ ॥ ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৬:৩৪, ৮ মে ২০১৮

আশুগঞ্জে টর্নেডোতে আহত ৫ ॥ ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চারটি গ্রামে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঘর চাপায় আহত হয়েছে অন্তত ৫জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর, দুর্গাপুর, তাজপুর, খড়িয়ালা গ্রামের অন্তত ২০টি ঘরবাড়ি, ২টি ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় অন্তত ১০টি পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতি নিরসনের জন্য তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন। দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ জিয়াউল করিম খান সাজু জানান, রবিবার রাতে টনের্ডোর আঘাতে খড়িয়ালায় ১০টি ঘর, দুর্গাপুরে ৫টি ঘর ও তাজপুরে ৫টি ঘর বিধ্বস্ত হয়েছে।
×