ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে এক মাসে ১৩৪৯ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬:৩২, ৮ মে ২০১৮

চট্টগ্রামে এক মাসে ১৩৪৯ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া বিল আদায়ে অভিযান অব্যাহত রেখেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। নগরী ও জেলার বিভিন্ন এলাকায় গত এক মাসে ১ হাজার ৩৪৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করছে কর্তৃপক্ষ। সোমবার কেজিডিসিএলের জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, অবৈধভাবে রাইজার নির্মাণ, আবাসিক হতে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার ও অননুমোদিত সরঞ্জামের মাধ্যমে গ্যাস ব্যবহার এবং বকেয়া বিলের কারণে গত এপ্রিল মাসে রাউজান, হাটহাজারী, আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, অক্সিজেন, শুলকবহর, হামজারবাগ, চান্দগাঁও, কাপাসগোলা, পাঁচলাইশ, মিয়াখান নগর, বাকলিয়া, নাসিরাবাদ, নন্দনকানন, জামালখাঁন, আন্দরকিল্লা, কোতোয়ালী, লালখান বাজার, কদমতলী, পূর্ব মাদারবাড়ী, সরাইপাড়া, বিশ্বকলোনী, ফিরোজশাহ্ কলোনী, ফয়ে’স লেক, জাফরাবাদ এবং মীরসরাইসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভিজিল্যান্স কার্যক্রম পরিচালিত হয়।
×