ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে গৃহবধূ খুন

প্রকাশিত: ০৬:৩২, ৮ মে ২০১৮

জামালপুরে গৃহবধূ খুন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৭ মে ॥ বকশীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে জরিনা বেগম নামের এক গৃহবধূকে খুন করা হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে বকশীগঞ্জ পৌরসভার মালিরচর বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের স্বামী লুৎফর রহমান ও দেবর আক্কাছ আলীকে আটক করেছে। জানা গেছে, বকশীগঞ্জ পৌরসভার মালিরচর বেপারীপাড়ার শাহ আলীর ছেলে কৃষক লুৎফর রহমানের সঙ্গে তার স্ত্রী জরিনা বেগমের (৩৩) পারিবারিক কলহ চলে আসছিল। হাটহাজারীতে শ্রমিকর নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বোদা গাজী বাড়ির জনৈক সবুজের ঘরে কাজ করতে গিয়ে তফাজ্জল (৫৮) নামে রাজমিস্ত্রির এক জোয়ালী অপর শ্রমিকের হাতুড়ির আঘাতে প্রাণ হারিয়েছে। জানা গেছে, রবিবার বিকেলে ঘরের কাজ করার সময় রাগের মোহে এক শ্রমিক উক্ত তফাজ্জলের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। ভালুকায় গর্ভবতীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ভালুকা পৌরসভার ৬নং ওয়ার্ড হাজীর ভিটা এলাকা থেকে রবিবার রাতে রুপা (২০) নামে এক গর্ভবতী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী কাওসারসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাওসার (২৮), তার শ^শুড় শহিদ (৫৫) ও জুবেদা (৪৫)কে আটক করেছে।
×