ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ট্রাক উল্টে ৩ ধানকাটা শ্রমিক নিহত

প্রকাশিত: ০৬:৩২, ৮ মে ২০১৮

গোপালগঞ্জে ট্রাক উল্টে ৩ ধানকাটা শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৭ মে ॥ ধান-বোঝাই ট্রাক উল্টে তিন ধানকাটা-শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ১২ জন। সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নোয়ালতলা গ্রামের মোঃ ইউনুস শেখের ছেলে মাহমুদুল হাসান শেখ (৪০), তালগুনিয়া গ্রামের মিজানুর রহমান মজনু শেখের ছেলে মঈনুদ্দিন শেখ (৪২) ও একই গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে মোঃ কামরুল ইসলাম শেখ (৪২)। আহতদেরকে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ১০-১৫ দিন আগে ওই শ্রমিকরা খুলনা থেকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে ধান কাটতে যায়। ধানকাটা শেষে সোমবার ভোরে পারিশ্রমিকের ধান ট্রাকে বোঝাই করে তার উপরে বসে শ্রমিকরা খুলনা যাচ্ছিল। সকাল পৌনে ৭ টার দিকে ট্রাকটি পাথালিয়া এলাকায় উল্টে গেলে দু’শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। পরে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক জনের মৃত্যু ঘটে। মারাত্মক আহত ৪ জনকে খুলনা পাঠানো হয়েছে। আরও ৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। সিরাজগঞ্জে দুই ভ্যানযাত্রী স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, সলঙ্গায় সোমবার দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ চাপায় দুই ভ্যান যাত্রী নিহত ও তিন জন আহত হয়েছে। জানা গেছে, সোমবার দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী মারা যায়। বাগেরহাটে চালক স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, যাত্রীবাহী বাস খাদে পড়ে রইস আলী নামে এক চালক নিহত হয়েছেন। এসময় ২০ যাত্রী আহত হন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। ঠাকুরগাঁওয়ে সাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, নৈশকোচের ধাক্কায় আব্দুল মালেক ভা-ারী (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকালে ওই সড়কের কচুবাড়ী ইটভাঁটা নামক স্থানে এ ঘটনা ঘটে। রূপগঞ্জে যুবক নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় সুমন মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার রূপসী-কাঞ্চন সড়কের রূপসী সিটি মিলের সামনে ঘটে এ দুর্ঘটনা। সুমন মিয়া কক্সবাজার জেলার পটিয়া থানার জিরি এলাকার আহাম্মদ নবীর ছেলে। তিনি এশিয়া ট্রান্সপোর্টের কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন।
×