ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৬:৩১, ৮ মে ২০১৮

ইফতার সামগ্রী বিতরণ

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ৭ মে ॥ চৌহালীর যমুনার চরে ম-ল গ্রুপের পক্ষ থেকে ১ হাজার হতদরিদ্র মানুষের মধ্যে আসন্ন মাহে রমজানের ইফতার উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাঘুটিয়া ইউনিয়নের সম্ভুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার সামগ্রী বিতরণ করেন ম-ল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন ম-ল (সিআইপি)। ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবু নজির মিয়া, সাবেক সভাপতি গাজী হযরত আলী মাস্টার, হাবিবুর রহমান হাবিব, আব্দুল রশিদ বাবুল, তাজ উদ্দিন আহম্মেদ, চুন্নু তালুকদার উপজেলা ভাইস চেয়ারম্যান (সাবেক) কামরুল হায়দার মুন্না, মোল্লা বাবুল আক্তার প্রমুখ। ১০ পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ মে ॥ এসএসসি পরীক্ষায় ফেল করায় ১০ শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এদের মধ্যে ৫ শিক্ষার্থীকে বাউফল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জানা গেছে, রবিবার সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার ১০ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে ক্ষোভে ও দুঃখে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এদের মধ্যে ৪ পরীক্ষার্থীর বাড়ি দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে বাকি শিক্ষার্থীদের বাড়ি উপজেলার নওমালা, আদাবাড়িয়া ও কনকদিয়া গ্রামে। বিষপানের পর গুরুতর অসুস্থ ৫ জনকে বাউফল হাসপাতালে নিয়ে আসায় তারা প্রাণে বেঁচে যান।
×