ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে মা ও ছেলের এসএসসি পাস

প্রকাশিত: ০৬:৩০, ৮ মে ২০১৮

নাটোরে মা ও ছেলের এসএসসি পাস

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ মে ॥ একটি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেন রঞ্জু বাড়িতে যেন আনন্দের সীমা নেই। চলতি বছরের এসএসসি পরীক্ষায় তার স্ত্রী-সন্তান একসঙ্গে পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছেন। আর এ খবর ছড়িয়ে পড়তেই তার বাড়িতে অনেকেই মা-ছেলেকে মিষ্টি মুখ করাতে মিষ্টি হাতে হাজির হচ্ছেন রঞ্জুর বাসায়। এ নিয়ে এলাকায় রীতিমতো হইচই পড়ে গেছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার আনন্দনগর গ্রামের বাসিন্দা সাধারণ ওষুধ ব্যবসায়ী রঞ্জুর স্ত্রী তাহমিনা বিনতে হক ও ছেলে তাওহীদুল ইসলাম চলতি বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৩৫ বছর বয়সী গৃহিণী তাহমিনা উপজেলার জোনাইল আইটি স্কুল এ্যান্ড কলেজ থেকে কারিগরি বিভাগ থেকে এবং ছেলে তাওহীদুল ইসলাম (১৬) দ্বারিকুশি প্রতাপপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় তারা উভয়েই কৃতকার্য হয়েছেন। মা তাহমিনা ছেলের চাইতে বেশি নম্বর পেয়েছেন। তিনি পেয়েছেন ৪ দশমিক ২৩ এবং ছেলে তাওহীদুল পেয়েছে ৪ দশমিক ০৬ পয়েন্ট। তবে নিজের চাইতে ছেলের রেজাল্ট কম হওয়ায় ঠিক খুশি হতে পারছেন না তাহমিনা। সব মায়ের মতো তিনি বলেন, ছেলের রেজাল্ট আরও ভাল হলে খুশি হতে পারতাম। তাহমিনার স্বামী ও তাওহীদুলের বাবা আলমগীর হোসেন রঞ্জু জানান, তিনি চাঁচকৈড় বাজারের একজন সাধারণ ওষুধ ব্যবসায়ী। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে তাদের ছোট্ট সংসার। স্ত্রী তাহমিনা নিজ উদ্যোগে বাড়িতে তিনটি গরু ও হাঁস-মুরগি পালন করেন। লেখা পড়ার প্রতি অদম্য স্পৃহার কারণে সংসারের সমস্ত কাজের ফাঁকে তিনি পড়াশোনা চালিয়ে যান। ছেলের পাশাপাশি নিজেও একটি স্কুলে ভর্তি হন। তারা মা-ছেলে প্রতিদিন গড়ে ৪ ঘণ্টা পড়াশুনা করেছেন। এসএসসির মতোই মা-ছেলে এইচএসসি পাস করার লক্ষ্যে কলেজে ভর্তি হবেন। তবে তিনি আগামী এইচএসসি পরীক্ষায় ছেলের আরও ভাল ফল প্রত্যাশা করেন তাহমিনা বিনতে হক।
×