ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কচুয়ায় বিদ্যুতের নামে লাখ লাখ টাকা আত্মসাত

প্রকাশিত: ০৬:২৯, ৮ মে ২০১৮

কচুয়ায় বিদ্যুতের নামে লাখ লাখ টাকা আত্মসাত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৭ মে ॥ কচুয়ায় বিদ্যুতের নামে লাখ লাখ টাকা আত্মসাত করেছে একটি সিন্ডিকেট। উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের শংকরপুর গ্রামে ২৩৯ পরিবারের মাঝে বিদ্যুত সংযোগ দেয়ার নাম করে প্রায় ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেটটি। চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতি কচুয়া জোনাল অফিসের আওতায় ১৫১নং লটের অধীনে শংকরপুর গ্রামে পল্লী বিদ্যুতের নিজস্ব খরচে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে পৌনে ৩ কিলোমিটার বিদ্যুত সংযোগের লাইন নির্মাণের কাজ চলছে। রবিবার সরেজমিন গেলে শংকরপুর গ্রামের বিদ্যুত প্রত্যাশী গ্রাহকরা সাংবাদিকদের জানান, বিদ্যুত দেয়ার কথা বলে শংকরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল হক আকাশ, নব্য আওয়ামী লীগে যোগদানকারী একই গ্রামের ময়নাল ফকিরের ছেলে মোস্তাফা ও শাহজাহানের ছেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলমসহ একটি সিন্ডিকেট শংকরপুর গ্রামে বিদ্যুত দেয়ার নাম করে পরিবারপ্রতি ৬ হাজার টাকা উত্তোলন করে। তিন সদস্যের এ সিন্ডিকেটটি ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিশাল অংকের টাকা হাতিয়ে নিয়েছে। বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়ার পরও বিদ্যুত না পাওয়ায় স্থানীয়রা এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও অচিরেই বিদ্যুত সংযোগের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। তিন সদস্যের সিন্ডিকেটের সামুল হক, শাহ আলম ও মোস্তফা বলেন বিদ্যুত আনতে টাকার দরকার বলেই আমরা টাকা উঠিয়েছি এবং বিদ্যুতের লাইন নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান হাজীগঞ্জ উপজেলার রনি এন্টারপ্রাইজের সঙ্গে বিদ্যুতের জন্য টাকা লেনদেন করেছি। রনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুন আক্তার জানান, শংকরপুর গ্রামে বিদ্যুত সংযোগ দেয়ার নাম করে একটি সিন্ডিকেট বিশাল অংকের টাকা নিয়েছে বলে আমিও শুনেছি, তবে তাদের সঙ্গে রনি এন্টারপ্রাইজের টাকা পয়সার লেনদেন হয়নি, কাজ করার সময় তারা আমার লেবারদের আপ্যায়ন করিয়েছে।
×