ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌসুমের আগেই স্বাদহীন ভারতীয় আম

প্রকাশিত: ০৬:২৯, ৮ মে ২০১৮

মৌসুমের আগেই স্বাদহীন ভারতীয় আম

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ মৌসুমের আগেই এবারও ভারতীয় স্বাদহীন পাকা আম এসেছে রাজশাহীর বাজারে। বিভিন্ন ফলের দোকানে এসব আম বিক্রি হচ্ছে চড়া দামে। আগামী ২০ মে থেকে রাজশাহী অঞ্চলের বাজারে মিলবে দেশীয় আম। তবে এরই মধ্যে ভারতীয় বাহারি আম চলে এসেছে আমের রাজধানী রাজশাহীতে। ফল দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন ভারতীয় ‘গোলাপ খাশ’, ‘দিলশাদ’, ‘বৈশাখী’ ও ‘বউ কথা কও’ জাতের আম এখন পাওয়া যাচ্ছে রাজশাহীর বাজারে। বিক্রেতারা বলছেন, বাজারে ভারতীয় গোলাপ খাশ ও দিলশাদ আম প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। আর বৈশাখীর দাম ১৮০ থেকে ২০০ টাকা। বউ কথা কও বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। মৌসুমের আগে আম পেয়ে ঝুঁকছেন ক্রেতারাও। ফলে বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে এসব আম। নগরীর সাহেব বাজারের ফল বিক্রেতারা বলেন, গত সপ্তাহ থেকে এসব পাকা আম আসছে বাজারে। রাজশাহীর আম বাজারে আসার আগে আম পেয়ে কিনছেন ক্রেতারা। নাম প্রকাশ না করার শর্তে নগরীর সাহেব বাজার এলাকার কয়েকজন ফল বিক্রেতা জানান, স্বাদে ভারতীয় এসব আম রাজশাহীর আমের ধারে-কাছেও নেই। ফলে একবার কিনেই ক্রেতারা বিমুখ হচ্ছেন। অভিযোগ রয়েছে, এসব আমে মেশানো রয়েছে ক্ষতিকর কেমিক্যাল। এগুলো কিনে বাসায় রাখতেই গায়ে ভেসে উঠছে কালো দাগ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারতের অনেক রাজ্যে বৈশাখ মাসের শুরুতেই এসব আম পাকে। তাই মৌসুম শুরুর আগেই আম রফতানি করে দেশটি। আর এ জন্য আম দীর্ঘদিন সংরক্ষণে প্রয়োজন হয় কেমিক্যাল মেশানোর। মাত্রাতিরিক্ত কেমিক্যাল মেশানো এসব আমে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন চিকিৎসকরাও। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আজিজুল হক জানান, মাত্রাতিরিক্ত ফরমালিন থাকায় মানবদেহের জন্য এসব আম অত্যন্ত ক্ষতিকর। ফরমালিনের প্রভাবে মানবদেহের কিডনি ও লিভার নানা রোগে আক্রান্ত হতে পারে। এদিকে রাজশাহীর বাজারে ভারতীয় আমের সহজলভ্যতা ভাল চোখে দেখছেন না স্থানীয় আম ব্যবসায়ীরা। তারা বলছেন, এখনও দেশি আম পাকতে শুরু করেনি। তবে মৌসুম শুরুর আগেই এসব আম বাজারে থাকলে স্থানীয় চাষী ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। আর তাই মৌসুম শুরুর আগেই এসব আম আমদানি বন্ধের দাবি জানান তারা। ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী, আগামী ২০ মে থেকে বাজারে আসবে রাজশাহী অঞ্চলের সব ধরনের গুটি আম।
×