ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি সৈয়দ রইস উদ্দিন

প্রকাশিত: ০৬:২৬, ৮ মে ২০১৮

ন্যাশনাল ব্যাংকের নতুন ডিএমডি সৈয়দ রইস উদ্দিন

সৈয়দ রইস উদ্দিন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে মহাখালী শাখার ব্যবস্থাপক ছিলেন। জনাব রইস ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ১৯৯৯ সালে একই ব্যাংকের রোকেয়া সরণি শাখার উদ্বোধনী ব্যবস্থাপক হিসেবে শাখা-ব্যবস্থাপনার দায়িত্ব শুরু করেন। তিনি পরবর্তীতে সোশ্যাল ইসলামী ব্যাংক ও এনসিসি ব্যাংকে শাখা-ব্যবস্থাপকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সালে ন্যাশনাল ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন।-বিজ্ঞপ্তি রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবিত্র রমজান মাসকে সামনে রেখে রাজশাহীর খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার থেকে নগরীর জিরোপয়েন্ট, নওদাপাড়া আমচত্বর ও শালবাগান পয়েন্টে তিনটি ট্রাকে করে শুরু হয়েছে পণ্য বিক্রি। সোমবার থেকে নগরীর বিনোদপুর ও লক্ষ্মীপুর পয়েন্টেও ট্রাক সেল শুরু হয়েছে।
×