ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এ বছর হাজার টন আম যাবে বিদেশে

প্রকাশিত: ০৬:২৬, ৮ মে ২০১৮

এ বছর হাজার টন আম যাবে বিদেশে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত বছর ইউরোপে আম রফতানি বাধাগ্রস্ত হওয়ায়, হোঁচট খেয়েছে সম্ভাবনাময় রফতানি বাজার। এবার আম রফতানির এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চলছে জোর প্রস্তুতি। সবকিছু ঠিকঠাক থাকলে এবার এক হাজার টনেরও বেশি আম যাবে বিদেশে। বিদেশে ভাল দামে আম রফতানি করতে পেরে বেশ আনন্দেই ছিলেন চাষীরা। ২০১৫-১৬ অর্থবছরে ৮২১ টন আম রফতানি করা হয় মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে। কিন্তু পরের বছর রফতানি কমে আসে ৬৬৫ টনে। মান যাচাইয়ের পরীক্ষায় আমে ত্রুটি ধরা পড়ায় তা ফেরত পাঠানো হয় বাংলাদেশে। এতে বিপুল লোকসান গুণতে হয় রফতানিকারকদের। এবার তাই আগেভাগেই আম চাষীরা শুরু করেছেন বিশেষভাবে বাগান পরিচর্যা। ফ্রুটব্যাগিং পদ্ধতিতে এ বছর এক কোটিরও বেশি রফতানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যমাত্রা তাদের। এদিকে মান যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে এবার মাঠপর্যায়ে কাজ শুরু করছে ফল গবেষণা কেন্দ্র। চট্টগ্রাম চেম্বারের পরিচালক হলেন রুহুল আমিন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হয়েছেন বন্দরের টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। সোমবার চেম্বারের টাউন এ্যাসোসিয়েশন গ্রুপে তাকে পরিচালক করা হয়।
×