ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কমছে না উল্টো বাড়ছে ব্যাংক ঋণের সুদ হার

প্রকাশিত: ০৬:২৬, ৮ মে ২০১৮

কমছে না উল্টো বাড়ছে ব্যাংক ঋণের সুদ হার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা কঠিন হয়ে পড়ছে। গত ফেব্রুয়ারির চেয়ে মার্চে সুদের হার বেড়েছে। মূূূূলত তারল্য সঙ্কট, খেলাপী ঋণ ও ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থার সঙ্কটে সুদের হার না কমে বরং বাড়ছে। যদিও ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সরকারী আমানতের ৫০ শতাংশ তহবিল বেসরকারী ব্যাংকে রাখার সুযোগ, বাংলাদেশ ব্যাংকে রাখা ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) এক শতাংশ কমিয়ে সাড়ে পাঁচ শতাংশ করা এবং এডিআর সমন্বয়ের সময়সীমা বাড়িয়ে ২০১৯ সালের ৩১ মার্চ করা হয়েছে। তারপরও ঋণের সুদহার বাড়ছে এবং তা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এ প্রসঙ্গে বেসরকারী একটি ব্যাংকের প্রধান নির্বাহী বলেন, খেলাপী ঋণের পরিমাণ বেশি হওয়াটাই সুদের হার না কমার অন্যতম কারণ। খেলাপী ঋণের বিপরীতে সঞ্চয় বা প্রভিশনিং বেশি রাখতে হয়। এতে ব্যাংকের ব্যয় আরও বেড়ে যায়। এছাড়া আমানত সংগ্রহ করতে সুদ দিতে হচ্ছে ১২ শতাংশের ওপরে। ফলে ইচ্ছে করলেও সুদের হার কাক্সিক্ষত হারে কমছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারী-বেসরকারী কিংবা বিদেশী সব খাতের ব্যাংকই ঋণের সুদ বাড়িয়ে দিয়েছে। মার্চ মাসে দেশের ৫৭টি ব্যাংকের মধ্যে ৪৪টি ব্যাংক ঋণের সুদ বাড়িয়েছে। দেশের ৫৭টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সব কটিতেই এখন দুই অঙ্কের সুদ গুণছেন ব্যবসায়ীরা। বর্তমানে শিল্পঋণ পেতে ব্যবসায়ীদের ২২ শতাংশ পর্যন্ত সুদ গুণতে হচ্ছে। এদিকে, বেশিরভাগ ব্যাংক ঋণের সুদহার বাড়ানোয় মার্চে ঋণের গড় সুদহার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। যা ফেব্রুয়ারি মাসে ছিল ৯ দশমিক ৫৫ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে ঋণের সুদহার বেড়েছে দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে, মার্চে ব্যাংকিং খাতে আমানতের গড় সুদহার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩০ শতাংশ। ফেব্রুয়ারি মাসে যা ছিল ৫ দশমিক ১৮ শতাংশ। ফলে এক মাসের ব্যবধানে আমানতের গড় সুদহার বেড়েছে দশমিক ১২ শতাংশ। ফলে মার্চ মাসে ঋণ ও আমানতের সুদ ব্যবধানও (স্প্রেড) বেড়ে গেছে। এ মাসে সার্বিক ব্যাংকিং খাতে গড় স্প্রেড দাঁড়িয়েছে ৪ দশমিক ৫২ শতাংশ। যা ফেব্রুয়ারি মাসে ছিল ৪ দশমিক ৩৭ শতাংশ। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমানতে সুদ বাড়লে ঋণেও সুদ বাড়বে। তবে ব্যাংকগুলো এক শতাংশ আমানতের সুদ বাড়ালে ঋণের সুদ বাড়ায় দেড় থেকে দুই শতাংশ হারে। এছাড়া, বেসরকারী ব্যাংকগুলোর নজরই থাকে অতিরিক্ত মুনাফার দিকে।’ তিনি উল্লেখ করেন, ‘খেলাপী আদায় বাড়ানো এবং ব্যাংকগুলোর অপ্রয়োজনীয় খরচের লাগাম টানতে পারলেই কেবল সুদের হার কমতে পারে।’
×