ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গত বছরে ব্যাংকের মুনাফা ৬ হাজার ৫০৮ কোটি টাকা

প্রকাশিত: ০৬:২৫, ৮ মে ২০১৮

গত বছরে ব্যাংকের মুনাফা ৬ হাজার ৫০৮ কোটি টাকা

২০১৭ সালের ব্যবসায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের সাবসিডিয়ারিসহ (সমন্বিত) ৬ হাজার ৫০৮ কোটি টাকা নিট মুনাফা হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ব্র্যাক ব্যাংকের। তবে পরিশোধিত মূলধনের তুলনায় ডাচ-বাংলা ব্যাংকের সবচেয়ে বেশি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে। এ সময় ব্যাংকগুলোর গড় ইপিএস হয়েছে ২.৮৩ টাকা। ব্যাংকগুলোর ২০১৭ সালের সমন্বিত আর্থিক হিসাব থেকে এসব তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৫১৯ কোটি ২৮ লাখ টাকা মুনাফা হয়েছে ব্র্যাক ব্যাংকের। এরপরে ৪৯২ কোটি ৬৬ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকা মুনাফা হয়েছে ন্যাশনাল ব্যাংকের। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, ২০১৭ সাল ব্র্যাক ব্যাংকের জন্য মাইলফলক অর্জনের বছর ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×