ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টানা চারদিন পুঁজিবাজারে সূচক কমল

প্রকাশিত: ০৬:২৪, ৮ মে ২০১৮

টানা চারদিন পুঁজিবাজারে সূচক কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা পতনের কবলে পড়েছে। বিনিয়োগকারীদের অস্থিরতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয় আচরণের কারণে সোমবার উভয় বাজারের প্রধান প্রধান সূচক কমেছে। এই নিয়ে শেয়ারবাজার টানা চারদিন পতনে রয়েছে দেশের শেয়ারবাজার। তালিকাভুক্ত ব্যাংকগুলোর লভ্যাংশ প্রদানের হার আগের তুলনায় কমে যাওয়া এবং প্রথম প্রান্তিকে মুনাফা আগের চেয়ে কম আসবে এমন আশঙ্কার কারণে খাতটির প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমেছে। যার প্রভাব পড়েছে শেয়ারবাজারে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ২ ও ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রম ১৩১৭ ও ২১১৪ পয়েন্টে। এদিন ডিএসইতে ৪৯০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩১ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩১ কোটি টাকার। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ বেক্সিমকো, বিডি থাই, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, ইউনাইটেড পাওয়ার, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল, নাভানা সিএনজি ও ইফাদ অটো। দর হারানোর সেরা কেম্পানিগুলো হলো ॥ প্রাইম ব্যাংক, এডভেন্ট ফার্মা, সেন্টাল ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, মোজাফফর হোসেন স্পিনিং, মাইডাস ফাইনান্স, পপুলার লাইফ, লিগ্যাসি ফুটওয়্যার ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৫৬০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৭ ও সিএসসিএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২০ ও ১০ হাজার ৬১৬ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ২৫ ও সিএসআই ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৮৯১ ও ১ হাজার ১৮৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২টির, কমেছে ১০৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। সিএসইতে ২১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৫৪ লাখ টাকার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এডভেন্ট ফার্মা, বিডি থাই, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ার ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।
×