ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

খুলনা ও নওগাঁয় ১৩ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

প্রকাশিত: ০৬:২২, ৮ মে ২০১৮

খুলনা ও নওগাঁয় ১৩ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে খুলনার ডুমুরিয়া থানার শেখ আব্দুর রহিমসহ ১০ এবং নওগাঁর তিন রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। অন্যদিকে খুলনার বটিয়াঘাটার সাত রাজাকারের বিরুদ্ধে অভিযোগ শুনানির জন্য ২৭ জুন নির্ধারণ করেছে। বিচারপতি চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। ট্রাইব্যুনালে এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আবুল কালাম, প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নী, শেখ মুশফিক কবির। প্রসিকিউটর শেখ মুশফিক কবির জনকণ্ঠকে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে ২ জুলাই। এই ১০ রাজাকারের বিরুদ্ধে হত্যা, লুট ও আগুন ধরিয়ে দেয়ার মতো ৬ অভিযোগ আনা হয়েছে। আসামিরা খুলনা জেলার ডুমুরিয়া থানার বিভিন্ন অঞ্চলে হত্যা, আটক, নির্যাতন, অপহরণ, লুটতরাজ ও আগুন ধরিয়ে দেয়ার মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে।
×