ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘গাজীপুর সিটি নির্বাচন স্থগিতে ইসির কোন গাফিলতি নেই’

প্রকাশিত: ০৬:০৮, ৮ মে ২০১৮

‘গাজীপুর সিটি নির্বাচন স্থগিতে ইসির কোন গাফিলতি নেই’

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতে নির্বাচন কমিশনের কোন গাফিলতি নেই বলে মনে করছে সাংবিধানিক ওই সংস্থাটি। নির্বাচন স্থগিতের পর ইসি কবিতা খানম সোমবার বিকেলে এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আদালতের অফিসিয়ালি কোন আদেশ নির্বাচন কমিশন পায়নি। আদেশ পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের সূচী নির্ধারিত ছিল। নির্বাচনের ৮ দিন বাকি থাকতেও আদালতের এক আদেশে গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশ দেয় আদালত। গাজীপুর সিটিতে নির্বাচনী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অবশ্য আদালতে এই আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার আপীল করেছেন। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমও আপীলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
×