ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রছাত্রীদের কমন টয়লেট

প্রকাশিত: ০৬:০৭, ৮ মে ২০১৮

ছাত্রছাত্রীদের কমন টয়লেট

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একটি কলেজে ছাত্র ও ছাত্রীদের কমন টয়লেট নিয়ে তুলকালাম চলছে অক্সফোর্ডে। ছেলে ও মেয়েদের জন্য বানানো কমন টয়লেটের কিউবিকলের মেঝেতে প্রতিবাদ জানাতে গিয়ে প্রস্রাব করেছেন কলেজের ছাত্ররা। গত সপ্তাহের ওই প্রতিবাদে ছাত্ররা জেন্ডার-নিউট্রাল সেই কমন টয়লেটের দেওয়ালে লিখে দিয়েছে ‘আমরা আমাদের টয়লেট ফিরে পেতে চাই।’ গত জানুয়ারিতে টয়লেট থেকে ‘পুরুষ’ ও ‘নারী’ শব্দ লেখা তুলে দেয়ার দাবিতে ছাত্রছাত্রীদের ভোটাভুটি হয়েছিল সমারভিল কলেজে। যারা কমন টয়লেট নির্মাণের দাবিতে সরব ছিলেন, তারাই জয়ী হয়েছিলেন ৮৩-১৬ ভোটে। তার পরেই সমারভিল কলেজে চালু হয় ওই কমন টয়লেট। শুধু সমারভিল কলেজেই নয়, ওই কমন টয়লেট ইতোমধ্যেই চালু হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা আরও কয়েকটি কলেজে। ছাত্রদের একাংশের এমন ধরনের প্রতিবাদে বিরক্ত কলেজ-কর্তৃপক্ষ। তাদের কথায়, ছাত্রদের এমন ‘অভব্য’ আচরণ আমরা মেনে নিচ্ছি না। ওদের (ছাত্রদের) সতর্ক করা হয়েছে। কলেজের সকলেরই একে অন্যের প্রতি শ্রদ্ধা থাকা উচিত।- দ্য সানডে টাইমস
×