ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত: ০৬:০৫, ৮ মে ২০১৮

একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার ॥ একাদশ শ্রেণীর ‘ভর্তি নীতিমালা-২০১৮’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন স্বাক্ষরিত আদেশে এ নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী আগামী ১৩ থেকে ২৪ মে পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে অনলাঅইন ও মোবাইলে এসএমএস পাঠিয়ে। এবারও নীতিমালায় গতবছরের মতোই অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালিত হবে। অনলাইনে সর্বনি¤œ ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদ্রাসায় আবেদন করা যাবে। এর জন্য নেয়া হবে ১৫০ টাকা। মোবাইল ফোনে প্রতি এসএমএসে একটি করে কলেজে আবেদন করা যাবে। এর জন্য ১২০ টাকা দিতে হবে। তবে এসএমএস এবং অনলাইন মিলিয়ে কোন শিক্ষার্থী ১০টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না। এবারও ভর্তি কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে বুয়েট। নীতিমালায় বলা হয়েছে, একাদশ শ্রেণীতে সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল/ পৌর (উপজেলা) এলকায় এক হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার টাকা, ঢাকা ব্যতীত সকল অন্যান্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার টাকা ধার্য করা হয়েছে।
×