ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছে সরকার ॥ টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৬:০৫, ৮ মে ২০১৮

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছে সরকার ॥ টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৭ মে ॥ বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশকে সোনার বাংলায় পরিণত করা। তাঁর সেই স্বপ্ন পূরণ করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে রক্ষিত পরিদর্শন বইতে একথা লিখেছেন। তাঁর লেখায় তিনি পরম শ্রদ্ধায় স্মরণ করেন বঙ্গবন্ধু, তাঁর সহধর্মিণী, পুত্রগণ, পুত্রবধূসহ নিকটাত্মীয়দের, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী চক্রের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তিনি স্মরণ করেন আত্মোৎসর্গকারী বীর শহীদদের এবং ১৯৭৫ সালের ৩ নবেম্বর জেলখানায় শহীদ চার নেতাসহ মহান ভাষা আন্দোলনের স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের। তিনি তার লেখায় বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত ও টেকসই রাখতে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সর্বাত্মক প্রয়াস প্রত্যাশা করেছেন। এর আগে দুপুর ১টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ঢাকা থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছেন। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর টুঙ্গিপাড়ায় এটাই তার প্রথম সফর। সেখান থেকে ১টা ৫৫ মিনিটে তিনি বঙ্গবন্ধু মাজারে পৌঁছে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
×