ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল

অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া, টিকেট বাতিলের চার্জ নির্ধারণে নীতিমালা কেন নয়?

প্রকাশিত: ০৫:৫৯, ৮ মে ২০১৮

অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া, টিকেট বাতিলের চার্জ নির্ধারণে নীতিমালা কেন নয়?

স্টাফ রিপোর্টার ॥ দেশের ভেতরে বিমান ভাড়া, টিকেট বাতিলের ও বাড়তি লাগেজের জন্য চার্জ নির্ধারণে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৫৯ বছর থেকে ৬০ বছর করে ২০১৩ সালে করা আইন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার জজ। অন্যদিকে রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের মৃত্যুতে মর্মাহত হয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তার দুই ভাইকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেবেন আদালত। সোমবার চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। ্ বিমান ভাড়া, টিকেট বাতিলের ও বাড়তি লাগেজের জন্য চার্জ নির্ধারণে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেয়।
×