ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় ঐক্যের বিকল্প নেই ॥ ড. কামাল

প্রকাশিত: ০৫:৫৯, ৮ মে ২০১৮

জাতীয় ঐক্যের বিকল্প নেই ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগণ। সেই জনগণই আজ বড় অসহায়। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও পাচার হয়ে যাচ্ছে, কিন্তু জনগণ কিছু করতে পারছে না। সবাই এত কথা বলছে, কোন কিছুই সরকারের গায়ে লাগে না। এই গায়ে না লাগানো এমন পর্যায়ে চলে গেছে, সেখান থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা যতই ভাব করুক যে, কিছুই গায়ে লাগছে না তাদের শুভাকাক্সক্ষী হিসেবে বলব ভাগ্য ভাল থাকলে সময় থাকতে দেশত্যাগ করুন। নইলে এর পরিণতি ভয়াবহ হবে। যা অতীতে বহুবার আমরা দেখেছি। সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত ‘সর্বগ্রাসী লুণ্ঠন বাংলাদেশের বিপুল সম্ভাবনাকে ধ্বংস করছে’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন বলেন, সংবিধানে বলা আছে- জনগণের পক্ষে ক্ষমতা প্রয়োগ করবেন জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা। ঘরে-ঘরে, পাড়া-মহল্লায় গিয়ে বলতে হবে, আগামীতে এমন প্রতিনিধি নির্বাচন করব যারা হবেন আমাদের সত্যিকারের প্রতিনিধি। যারা টাকা দিয়ে মনোনয়ন কেনেন তারা যেন আমাদের প্রতিনিধি না হন। যারা কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কেনেন ও বিনা ভোটে এমপি হন তারা আমাদের প্রতিনিধি হতে পারেন না।
×