ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ও নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩

প্রকাশিত: ০৫:৫৮, ৮ মে ২০১৮

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ও নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজনের ও নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক স্কুলছাত্রসহ মোট তিন জনের অস্বাভাবিক মৃত্যু এবং র‌্যাবের হাতে পাঁচ মানব পাচারকারী গ্রেফতারসহ পাচারের উদ্দেশে জড়ো করা তিন জনকে উদ্ধারের ঘটনা ঘটেছে। কমলাপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, হোটেল রেডিসন ব্লু’র পেছনের দিকে রেললাইনে সিলেটগামী সুরমা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই এক শিশুর (১৩) মৃত্যু হয়। আর কুড়িল বিশ^রোডের পাশে রেললাইনে খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই অজ্ঞাত (৫০) এক পুরুষের মৃত্যু হয়। সোমবার সকালে লাশ দুইটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। সোমবার সন্ধ্যা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে রবিবার রাত বারোটার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরের চর ঝাউলাহাটি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ি থেকে পড়ে শামীম আহমেদ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। শামীম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কৃষক রিপন মিয়ার একমাত্র ছেলে । সে তার মা ও মামার সঙ্গে কামরাঙ্গীরচর চৌরাস্তা হাজির ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকত। শামীম স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ত। রবিবার র‌্যাব-২ এর একটি দল ঢাকার বনানীর ৯৭/২ নম্বর হাজী টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল নামের একটি এজেন্সি থেকে মানবপাচারকারী চক্রের সদস্য মোঃ হায়দার আলী (৫২), গোলক চন্দ্র দাশ (৪৫), মোঃ জাকির হোসেন (৩৫), মোঃ মোছলেম মৃধা (৪৮) ও মোঃ আব্দুর রাজ্জাককে (৪৫) গ্রেফতার করে। তাদের হেফাজতে থাকা তিন জনকে উদ্ধার করা হয়। র‌্যাব বলছে, নিরাপত্তাসহ তদন্তের স্বার্থে উদ্ধারকৃতদের নাম ঠিকানা প্রকাশ করা হলো না।
×