ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কফিনে কফি পানে ডিসকাউন্ট

প্রকাশিত: ০৫:৫৮, ৮ মে ২০১৮

কফিনে কফি পানে ডিসকাউন্ট

মৃত্যু নিয়ে মানুষের মধ্যে এক অদ্ভুত আগ্রহ কাজ করে। এ বিষয়ে আগ্রহীদের জন্য এক অনন্য সুযোগ তৈরি করেছে ব্যাংককের একটি ক্যাফে। এখানে কফিনের মধ্যে শুয়ে শুয়ে কফি পান করতে পারবেন কাস্টমাররা। মৃত্যুর থিমে সাজানো ক্যাফেটিতে কফিনে শুয়ে কফি অর্ডার করলে রয়েছে বিশেষ ডিসকাউন্ট। ক্যাফেটির নাম ‘কিড মাই ডেথ এ্যাওয়ারনেস ক্যাফে’। এ রকম অদ্ভূত বৈশিষ্ট্যের ক্যাফে খোলার সৃজনশীল আইডিয়াটি এসেছে এর প্রতিষ্ঠাতা ভিরুনাত রোজানাপ্রাপার মাথা থেকে। তিনি জানান, কাস্টমাররা এখানে নিজের মৃত্যু নিয়ে চিন্তা-ভাবনার সুযোগ পাবেন; ফলে তাদের লোভ ও রাগ নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পাবে। অনেকটা কবরস্থানের মতো পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে ক্যাফেটিতে। সাধারণ চেয়ার-টেবিলের পাশাপাশি রয়েছে সাদা রঙের কফিন। দেয়ালে দেয়ালে লেখা রয়েছে মৃত্যু সম্পর্কিত বিভিন্ন বাণী। ‘জন্ম’, ‘মৃত্যু’, ‘বৃদ্ধ’, ‘ভোগান্তি’র মতো অদ্ভূত অদ্ভূত নামের পানীয় অর্ডার করা যাবে এখানে। কাস্টমাররা কফিনের মধ্যে যতক্ষণ খুশি অবস্থান করতে পারবেন। কফিনের অন্ধকার গহ্বরে প্রবেশের পর এর ঢাকনা লাগিয়ে দেবেন একজন স্টাফ। তবে বাতাস চলাচলের জন্য এতে রয়েছে দু’টি ছোট ছোট ছিদ্র। ক্যাফের মালিক পক্ষের দাবি, কফিনে শুয়ে অল্প পরিমাণে মৃত্যুর স্বাদ নেয়ার পর আগের চেয়ে আরও মহান ব্যক্তিতে পরিণত হন কাস্টমাররা। তাদের আত্মা শান্তি লাভ করে এবং লোভ-রাগ ইত্যাদি খারাপ গুণ দূরে সরে যায়।-ওয়েবসাইট
×