ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার জামিনে মুক্তি নিয়ে শঙ্কিত বিএনপি নেতারা

প্রকাশিত: ০৫:৫৬, ৮ মে ২০১৮

খালেদার জামিনে মুক্তি নিয়ে শঙ্কিত বিএনপি নেতারা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনে মুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন দলের সিনিয়র নেতারা। তারা মনে করছেন আজ মঙ্গলবার আদালত খালেদা জিয়াকে জামিন দিলেও তিনি মুক্তি পাচ্ছেন না। তাকে কুমিল্লার একটি মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে। ফলে ১৫ মে’র আগে খালেদা জিয়ার মুক্তির কোন সম্ভাবনা তারা দেখছেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে এই আশঙ্কা প্রকাশ করে বলেন, আজ মঙ্গলবার সুপ্রীমকোর্টে খালেদা জিয়ার জামিনের শুনানি রয়েছে। সেদিন যদি জামিন হয়ে যায়, তাহলেও উনার মুক্ত হওয়ার সম্ভাবনা নেই। কুমিল্লার মামলায় সেখানকার আদালত শুনানির জন্য ১৫ মে তারিখ নির্ধারণ করেছে। অর্থাৎ ১৫ মে’র আগে তার জামিন হবে না উল্লেখ করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দ-িত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বর্তমানে জেলে বন্দী রয়েছেন। এ মামলায় তার জামিন বিষয়ে শুনানির বিষয়টি আজ মঙ্গলবার সুপ্রীমকোর্টের আপীল বিভাগের কার্যতালিকার ৯ নম্বরে রাখা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, মঙ্গলবার জিয়া এতিমখানা ট্রাস্টের মামলায় খালেদা জিয়া জামিন পেলেও তার মুক্তি আটকাতে সরকার নানা কৌশল নিতে পারে। নানা কৌশলে তাকে জেলে আটকিয়ে রাখার চেষ্টা করতে পারে। একটা শ্যোন এ্যারেস্টে আমরা জামিন করালাম, আরেকটা শ্যোন এ্যারেস্ট দেখিয়ে দিল। আরেকটাতে জামিন করালাম, আরেকটাতে দেখিয়ে দিল। বুধবার বিএনপির নয়া কর্মসূচী ॥ নয়া পল্টনে বিকালে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার রাজধানীতে থানায় থানায় বিক্ষোভের কর্মসূচী দিয়েছে বিএনপি। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচী ঘোষণা করেন।
×