ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউপিডিএফের কোন্দল বাড়ছে পাল্টাপাল্টি কমিটি

প্রকাশিত: ০৫:৫৫, ৮ মে ২০১৮

ইউপিডিএফের কোন্দল বাড়ছে পাল্টাপাল্টি কমিটি

মোয়াজ্জেমুল হক/ জীতেন বড়ুয়া/ মোহাম্মদ আলী ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে চাঞ্চল্যকর ছয় খুনের ঘটনার পর বিভক্ত ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট) কোন্দল আরও প্রকট রূপ নিচ্ছে। ফলে আগামীতে আরও ভয়াবহ ঘটনার আশঙ্কা নিয়ে পাহাড়বাসী অধিকতর শঙ্কিত অবস্থায় রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কম্বিং অপারেশন অব্যাহত রেখেছে। হত্যাকা-ের ঘটনায় সোমবার পর্যন্ত নিহতদের পরিবারের পক্ষে কোন মামলা হয়নি। পুলিশ বলেছে, মামলার জন্য তারা অপেক্ষা করছে। অন্যথায় পুলিশ নিজে বাদী হয়ে ঘটনা দুটি তদন্তের জন্য মামলা করবে বলে নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এদিকে, ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতিকে হত্যা করার পর সংগঠনের সদস্য সচিব শ্যামল কান্তি চাকমা ওরফে জলেয়াকে আহ্বায়ক ও উজ্জ্বল কান্তি চাকমাকে সদস্য সচিব করে ১১ সদস্যের নতুন কমিটি করা হয়েছে। ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) এ কমিটিকে নব্য মুখোশ বাহিনী বলে আখ্যা দিয়েছে। এর পাশাপাশি সোমবার নানিয়ারচরে ‘মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি’ নামে আরও একটি নতুন সংগঠন করা হয়েছে। এ প্রতিরোধ কমিটির আহ্বায়ক হয়েছেন নানিয়ারচর সদর ইউনিয়নের জ্যোতিলাল চাকমা এবং সদস্য সচিব করা হয়েছে হারাধন চাকমাকে। এদের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে ইউপিডিএফকে (গণতান্ত্রিক) ভেঙ্গে দেয়ার দাবি জানানো হয়েছে। স্বার্থান্বেষী একটি মহল সন্ত্রাসী নব্য মুখোশ বাহিনী দিয়ে পার্বত্য চট্টগ্রামে আবারও অশান্তি ও অরাজকতা সৃষ্টি করার অপতৎপরতা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, কথিত পুনর্গঠিত নব্য মুখোশ বাহিনীর সর্দারদের সকলেরই সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার রেকর্ড রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শ্যামল কান্তি চাকমা একজন অস্ত্র চোরাকারবারি। গত বছর সন্ত্রাসী বাহিনী গঠনের কয়েক দিন পূর্বে অস্ত্রসহ হাতেনাতে ধৃত হয়েছিলেন। কিন্তু পরে রহস্যজনকভাবে ছাড়া পান। অপরদিকে উজ্জ্বল কান্তি চাকমা হিল উইমেনস ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণের সঙ্গে জড়িত। বিবৃতিদানকারী জ্যোতিলাল চাকমা আরও দাবি করেন, ‘আমাদের তথ্য মতে, একটি বিশেষ মহলের নির্দেশে সংস্কারবাদী নামে পরিচিত জেএসএস (এমএন লারমা) দলের এক শীর্ষ নেতা নব্য মুখোশ বাহিনী গঠনে কাজটি করে দিয়েছেন। একটি বিশেষ রাজনৈতিক দলকে দমন বা দুর্বল করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নব্য মুখোশ বাহিনী সন্ত্রাসীদের ঘুঁটি হিসেবে ব্যবহার করে রাজনীতির নামে অপখেলা খেলছে বলেও মন্তব্য করেন। বিবৃতিতে এ জঘন্য রক্তপাতময় খেলা বন্ধের দাবি জানানো হয়। নব্য মুখোশ বাহিনীকে সংক্ষেপে নাম দেয়া হয়েছে ‘নমুবা’। এই নমুবাকে প্রতিরোধ কমিটি গঠিত হওয়ায় পাহাড়ে আতঙ্কের নতুন মাত্রা যোগ হল বলে বিশেষজ্ঞ মহলের দাবি। অপরদিকে নানিয়ারচরের বেতছড়িতে সন্ত্রাসীদের ব্রাসফায়ারে নিহত জীপচালক মোঃ সজিব হত্যাকা- এবং খাগড়াছড়ির মহালছড়ি থেকে অপহৃত তিন যুবকের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে হরতাল প্রত্যাহারের যে ঘোষণা দেয়া হয়েছিল বাঙালী ছাত্র পরিষদ এর একাংশ তা মানেনি। ফলে সোমবার সকালে হরতালের সমর্থনে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ একাংশের মিছিল শুরু হলে পুলিশ তাতে বাধা দেয় এবং ৮ নেতাকর্মীকে আটক করা হলে হরতাল প্রক্রিয়া গুটিয়ে যায়। পরে সংগঠনের কেন্দ্রীয় নেতা আবদুল মজিদ সকাল এগারোটার পর খাগড়াছড়িতে আর কোন হরতাল হবে না বলে ঘোষণা দেন।
×