ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তার অর্থনৈতিক পলিসি তাদের আকৃষ্ট করে

ট্রাম্পকে ভোট দেয়া ডেমোক্র্যাটরা ভুল বুঝতে শুরু করেছেন

প্রকাশিত: ০৪:৫৩, ৮ মে ২০১৮

ট্রাম্পকে ভোট দেয়া ডেমোক্র্যাটরা ভুল বুঝতে শুরু করেছেন

শারলা বেকার একজন মধ্যবিত্ত আমেরিকান। রাজনীতি নিয়ে ভাবনার সময় তার নেই। প্রতিদিন সকালে উঠে স্থানীয় দোকান থেকে কফি কিনে আনেন। এরপর ছোট ছেলেমেয়েদের পোশাক পরিয়ে তাদের ডে কেয়ার সেন্টারে যাওয়ার জন্য তৈরি করেন। সকাল সাড়ে নয়টার মধ্যে তিনি নিজেও তৈরি হয়ে যান। একটি হেয়ার স্যালুনে তিনি কসমেটোলজিস্ট হিসেবে কাজ শিখছেন। নিউইয়র্ক টাইমস। হেয়ার স্যালুনে শিক্ষানবিস হিসেবে কাজ করছেন ২৮ বছর বয়সী শারলা। সেখানে ট্রিটমেন্ট নিতে যাওয়া কাস্টমারদের কারও কারও কাছ থেকে তিনি কিছু টিপস পান। সেটিই এখন তার একমাত্র উপার্জন। গত মাসে একদিন তিনি ৮ ডলার ৪১ সেন্ট পেয়েছিলেন। রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা না করলেও শারলা একজন ভোটার। ২০০৮ ও ১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বারাক ওবামাকে ভোট দেন। তার কাছে ওবামা পারিবারিকভাবে একজন সুখী মানুষের প্রতিচ্ছবি। এর থেকেও গুরুত্বপূর্ণ হলো তিনি একজন ডেমোক্র্যাট। কয়েক প্রজন্ম ধরে তারা ডেমোক্র্যাটদলের সমর্থক। তার প্রমাতামহীও ছিলেন ডেমোক্র্যাট দলের সমর্থক। তিনি শৈশবে পেনসিলভেনিয়ায় বেড়ে ওঠেন। তিনি বলতেন ডেমোক্র্যাটিক পার্টি গরিবের পক্ষে কাজ করে। ২০১৬ সালের নির্বাচনে শারলা রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। ট্রাম্পের উপস্থাপনায় টিভি শো ‘দ্য এ্যাপ্রেন্টিসশিপের’ একজন দর্শক ছিলেন শারলা। ট্রাম্প যেভাবে মানুষদের বোঝাতেন আমেরিকানদের চাকরি ও অর্থনৈতিক সুযোগ যেভাবে হাতছাড়া হচ্ছে সেটি শারলার মতো কয়েক প্রজন্মের ডেমোক্র্যাট সমর্থকদের ওপরও প্রভাব ফেলে। এক বছরের বেশি সময় ট্রাম্প ক্ষমতায় আছেন। কিন্তু শারলা যে পরিবর্তনের আশা নিয়ে ভোট দিয়েছিলেন তা পূরণ হয়নি। তিনি বলেন, ‘ ট্রাম্প যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন তা আসলে ভুল পরিবর্তন।’ গত বারের প্রেসিডেন্ট নির্বাচনে অনেক ডেমোক্র্যাট সমর্থক সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রাম্পকে ভোট দেন। ৬৫০ টি কাউন্টিতে এমন ঘটনা ঘটেছে। সেখানকার অনেক ভোটার যারা ওবামাকে পরপর দুবার ভোট দিয়েছিল তারা ট্রাম্পকে ভোট দেয়। আইওয়া, ওহাইও, উইসকনসিন ও মিশিগানে এ রকম ঘটনা বেশি ঘটেছে। ট্রাম্পের জয়ের পেছনে এসব ভোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জন সাইডস মনে করেন, ওবামার ভোটারদের অন্তত ৯ শতাংশ নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রাম্পকে ভোট দিয়েছেন। ওবামা সমর্থকদের চিন্তাভাবনা পরিবর্তনে ট্রাম্পের অর্থনীতিকে বাঁচানোর বিশেষ আবেদন সৃষ্টি করেছিল। এ বিষয়ে গত চার মাসে ১৪ টি অঙ্গরাজ্যে পরিচালিত একটি জরিপে দেখা গেছে ভোটাররা যে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে পছন্দ করেছেন তা নয় বরং পলিসিগুলো তাদের কাছে টেনেছিল।
×