ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আদালত যে কোন কিছুর ওপর রায় দিতে পারে ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৮:৩৩, ৭ মে ২০১৮

আদালত যে কোন  কিছুর ওপর  রায় দিতে পারে ॥  হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ আদালতের রায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট স্থগিতের প্রসঙ্গে বলেছেন, আদালত যে কোন জায়গায় যে কোন কিছুর ওপর রায় দিতে পারে। আদালত সম্পূর্ণ স্বাধীন। আদালত রায় দিয়েছে। এ ব্যাপারে সরকারের কিছু করার নেই। রবিবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যালয়ে দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান আরও বলেন, এটি নিয়ে আগেও একবার মামলা হয়েছিল। সেখানে হাইকোর্টের কিছু নির্দেশনা ছিল। যতটুকু জেনেছি ছয়টি মৌজা যেটা সাভারের অংশ ছিল, সেটি গাজীপুর সিটি এলাকায় মধ্যে নেয়া হয়েছে। এই ছয়টি মৌজার কারণে দুটি প্রশ্ন দেখা দিয়েছে, তারা দ্বৈত ভোটার হয়ে গেছে এবং ট্যাক্সের কিছু ব্যাপার দেখা দিয়েছে। তিনি বলেন, আদালত স্বাধীন। আদালত যেকোন জায়গায় যে কোন কিছুর ওপর রায় দিতে পারে। আদালত সরকারের বিরুদ্ধেও রায় দিয়েছে। এই নির্বাচনটাকে সিরিয়াসলি নিয়ে পূর্ণ শক্তিতে নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ ব্যস্ত ছিল। আমরা নির্বাচনে জয়ের ব্যাপারে প্রচন্ড আশাবাদী ছিলাম। কিন্তু আদালত নির্বাচন স্থগিতের রায় দিয়েছে। এ ব্যাপারে সরকারের কিছু করার নেই। পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি এক চেয়ারম্যানসহ কয়েকজনের হত্যাকান্ড নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, আজকে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা- এ সমস্যার কিন্তু সূত্রপাত ঘটিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আর সেটিকে বরং বন্ধ করে শান্তি ফিরিয়ে এনেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে সারাদিন গালাগালি করে বলে আমাদের কোন কথা বলার অধিকার নেই। এই যে ভন্ডামি। আশা করি এই ভন্ডামির হাত থেকে তারা নিজেকে রক্ষা করবে। কারণ জনগণের কাছে তাদের এই ভন্ডামি ধরা পড়ে গেছে। বৈঠকে আগামী ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রচার ও প্রকাশনা উপকমিটির পক্ষ থেকে ক্রোড়পত্রসহ টেলিভিশনে সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রচার করার সিদ্ধান্ত হয়। এছাড়া আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমিটির পক্ষ থেকে প্রচারের খসড়া কৌশল নির্ধারণ করা হয়েছে বলে জানান ড. হাছান মাহমুদ। প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আমেনা কোহিনুর আলম, আকতার হোসেন, আবদুল আউয়াল শামীম, রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
×