ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বন্দুকধারীর গুলিতে আহত

প্রকাশিত: ০৮:১৫, ৭ মে ২০১৮

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বন্দুকধারীর গুলিতে আহত

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রবিবার পাঞ্জাব প্রদেশের নির্বাচনী এলাকা নারোয়াল শহরে আয়োজিত এক সমাবেশে যোগ দেয়ার পরপরই আহসানকে গুলি করা হয়। তার কাঁধে গুলি লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসির। পিএমএলএন-এর নেতা তালাল চৌধুরী বলেন, ‘তিনি এ যাত্রায় বেঁচে গেছেন। আল্লাহকে ধন্যবাদ যে তিনি এখন বিপদমুক্ত।’ বন্দুকধারীকে আটক করা হয়েছে। তার বয়স ২০’র কোঠায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাকিস্তানে ১৫ জুলাইয়ে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। আহসান পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সিনিয়র সদস্য।
×