ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবিতে অধ্যাপক রেজাউল হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৬:৫২, ৭ মে ২০১৮

  রাবিতে অধ্যাপক রেজাউল হত্যার বিচার দাবি

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ের রায় আগামী ৮ মে। এ রায়কে বেগবান করতে ক্যাম্পাসে শোক র‌্যালি করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ কলা ভবন থেকে র‌্যালিটি শুরু হয়ে মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন অধ্যাপক রেজাউল হত্যাকা-ের দুই বছর পার হলেও আমরা সুষ্ঠু বিচার পাইনি। আশা করছি, আগামী ৮ মে এ রায়ে হত্যাকান্রে সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় প্রদান করবেন আদালত। সমাবেশে বক্তব্য দেন ইংরেজী বিভাগের সভাপতি ড. এএফএম মাসউদ আখতার, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। এ সময় বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ এপ্রিল নিজ বাসার কয়েক গজ সামনে দুর্বৃত্তরা অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে। আদালত এ হত্যা মামলার রায় ৮ মে ধার্য করেছেন।
×