ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদা দিতে বিলম্ব হওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর

প্রকাশিত: ০৬:৫১, ৭ মে ২০১৮

চাঁদা দিতে বিলম্ব  হওয়ায় অন্তঃসত্ত্বা  নারীকে মারধর

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৬ মে ॥ চাঁদার টাকা দিতে বিলম্ব হওয়ায় ইজিবাইক চালক শহীদুল হাওলাদার ও তার অন্তঃসত্ত্বা মেয়ে সুমনা বেগম (২২) ও তার পরিবারের সদস্যদেরকে শ্রমিক ইউনিয়নের চাঁদা আদায়কারী কামাল হোসেন ও তার সহযোগীরা মারধর করেছে। গুরুতর আহত অন্তঃসত্ত্বা সুমনা বেগমকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে আমতলী পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তায়। জানা গেছে, আমতলী পৌর শহরের বাসুগী গ্রামের শহীদুল হাওলাদার তার ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে সুমনা বেগমকে নিয়ে রবিবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করাতে আসে। চিকিৎসা শেষে শহীদুল হাওলাদার তার নিজস্ব ইজিবাইকে বাসায় ফিরছিল। বাঁধঘাট চৌরাস্তায় ইজিবাইক পৌছলে চাঁদা আদায়কারী কামাল হোসেনসহ ৩/৪ জন তার পথরোধ করে বরগুনা জেলা যান্ত্রিক যান থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের চাঁদার টাকা দাবি করে। এ টাকা দিতে বিলম্ব হয় শহীদুলের। এতে ক্ষিপ্ত হয়ে চাঁদা আদায়কারীরা তাকে মারধর শুরু করে। এ সময় তাকে রক্ষায় ইজিবাইকে থাকা তার ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে সুমনা বেগম, স্ত্রী নুপুর বেগম, শাশুড়ি সেলিনা বেগম, ভাবি খাদিজা বেগম ও ছোট কন্যা মীম এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। গুরুতর আহত অন্তঃসত্ত্বা সুমনা বেগমকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া গত বুধবার একইভাবে ইজিবাইক চালক বিপুল চন্দ্র দাসকে একে স্কুল চৌরাস্তায় ও ট্রাক চালক আবদুস ছালামকে ফেরিঘাটে চাঁদা আদায়কারী রাকিবসহ ৩/৪ জন মিলে মারধর করেছে। উল্লেখ্য, যান্ত্রিক যান থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের চাঁদা বাবদ গাড়ি প্রতি ২০ টাকা আদায় করা হয়।
×