ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গীবাদ ধর্ম ও দেশের শত্রু ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৬:৫১, ৭ মে ২০১৮

জঙ্গীবাদ ধর্ম ও  দেশের  শত্রু ॥  চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে তরুণদের ভুল পথে পরিচালিত করছে। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ ও সমাজের স্বার্থে এই গোষ্ঠীর ব্যাপারে সজাগ এবং এদের রুখে দাঁড়াতে হবে। রবিবার চট্টগ্রাম নগরীর কদম মোবারক মুসলিম মাদ্রাসা ও এতিমখানায় জঙ্গীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। সুচিন্তা বাংলাদেশের বিভাগীয় সমন্বয়ক এ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম বাবুল, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি মোঃ সাহাবউদ্দিন, কদম মোবারক মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কাশেম, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, কার্যকরী সদস্য ডাঃ হোসাইন আহমদ প্রমুখ। মেয়র জঙ্গীবাদ এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
×