ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:৫০, ৭ মে ২০১৮

রংপুুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায়  ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, রংপুর ৬ মে ॥ এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের রোকেয়া বেগম নামে এসএসসি পরীক্ষাথী বিষপানে আত্মহত্যা করেছে। এছাড়াও আরও নয় ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার ফল ঘোষণার পর রোকেয়া বেগম তার বাড়িতে বিষপান করলে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে সে মারা যায়। সে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আজাহারুল ইসলামের একমাত্র কন্যা। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ তাবাসুম তমি জানান, এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর রংপুরের বিভিন্ন এলাকার এসব শিক্ষার্থী তাদের নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। গোপালগঞ্জ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ থেকে জানান, কোটালীপাড়ায় পূজা বাড়ৈ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দুপুরে ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে। পূজা কোটালীপাড়া উপজেলার জহরের কান্দি গ্রামের সুবোধ চন্দ্র বাড়ৈর মেয়ে। সে এ বছর পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যশোরে ৮ শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, এসএসসিতে অকৃতকার্য হওয়া যশোর বোর্ডের আট শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। এর মধ্যে দুই ছাত্র ও ছয় ছাত্রী। রবিবার দুপুরে ফল প্রকাশিত হওয়ার পর তারা আত্মহত্যার চেষ্টা করে। এদিন বিকেল ও সন্ধ্যায় তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা হলো- যশোর সদরের তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মামুন, নিউ টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া পারভীন, ভাতুড়িয়া গ্রামের ভাতুড়িয়া স্কুলের ছাত্রী মৌমিতা, নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাবিনা ইয়াসমিন, দানবীন হাজী মুহম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মনিরা খাতুন, সুলতানপুর নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আফসানা খাতুন, প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মহাসিনা পারভীন ও ছাত্র ইমন হোসেন।
×