ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে সিগারেটের বড় চালান আটক

প্রকাশিত: ০৬:৫০, ৭ মে ২০১৮

চট্টগ্রাম বন্দরে সিগারেটের  বড় চালান  আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মেশিনারিজ এবং প্যাকিং ব্যাগ ঘোষণায় সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে সিগারেটের একটি বড় চালান। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা বিভাগ রবিবার চালানটি আটক করে। অবৈধ এ চালান খালাস করা গেলে সরকারের বড় অঙ্কের রাজস্বহানি ঘটত। জানা যায়, ঘোষণা অনুযায়ী সিঙ্গাপুর থেকে ৪০ ফুট লম্বা একটি কন্টেনারে আসার কথা ‘ব্র্যন্ড নিউ মেশিনারি ফল প্রিন্টিং উইথ স্ট্যান্ডার্ড এ্যাক্সেসরিজ’ এবং ‘প্যাকিং ব্যাগ’। কিন্তু রবিবার দুপুরে কন্টেনার খুলে পাওয়া যায় থরে থরে সাজানো বিদেশী সিগারেট। এ সিগারেটগুলো বেনসন এ্যান্ড হেজেস, ব্ল্যাক এবং ডানহিল ব্র্যন্ডের। কন্টেনারটি খুলে কায়িক পরীক্ষা করছেন কাস্টমস কর্মকর্তারা। কাস্টমস এআইআর (অডিট, ইনভেস্টিগেশন এ্যান্ড রিসার্চ) কর্মকর্তারা জানিয়েছেন, মেশিনারিজ ঘোষণায় আমদানির শুল্ক অনেক কম। অথচ সিগারেটর আমদানিতে ডিউটি দিতে হয় ৪৫০ শতাংশ।
×