ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেট বোর্ডে এগিয়ে ছেলেরা

প্রকাশিত: ০৬:৪৮, ৭ মে ২০১৮

সিলেট বোর্ডে এগিয়ে ছেলেরা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীদের চেয়ে এগিয়ে ছাত্ররা। সিলেট শিক্ষা বোর্ডে এবার মোট পাসের হার ৭০.৪২। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৩৩ ও ছাত্রীদের ৬৯ দশমিক ৭১। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও এগিয়ে ছেলেরা। মোট ৩ হাজার ১৯১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৭১৮ ও ছাত্রী ১ হাজার ৪৭৩। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট অংশগ্রহণ করেন ১ লাখ ৮ হাজার ৯২৮ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪৭ হাজার ৮৬৭ ও ছাত্রী ৬১ হাজার ৬১। ছাত্রদের মধ্যে পাস করেছে ৩৪ হাজার ১৪৩ আর কৃতকার্য ছাত্রীর সংখ্যা ৪২ হাজার ৫৬৭।
×