ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও মান দুটোই কমেছে

প্রকাশিত: ০৬:৪৬, ৭ মে ২০১৮

চট্টগ্রাম বোর্ডে পাসের  হার ও মান  দুটোই কমেছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা ফলে এবার পাসের হার এবং গুণগত মান দুটোই কমেছে। প্রকাশিত ফল অনুযায়ী শিক্ষাবোর্ডের অধীনে ৫ জেলায় উত্তীর্ণের হার ৭৫ দশমিক ৫০। তবে সামগ্রিক ফলে ছেলেমেয়ে প্রায় সমানে সমান। রবিবার দুপুরে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নগরীর ভাল স্কুলগুলোতে আনন্দের বন্যা বয়ে যায়। তবে মফস্বলের অনেক শিক্ষা-প্রতিষ্ঠানে চিত্রটি ঠিক উল্টো। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এক হাজার ২৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর পরীক্ষায় উত্তীর্ণ হয় এক লাখ ৩৫ হাজার ১৪৮ শিক্ষার্থী। পাসের হার ৭৫ দশমিক ৫০। ২০১৭ সালে এই হার ছিল ৮৩ দশমিক ৯৯। এবার জিপিএ-৫ অর্জন করেছে ৮ হাজার ৯২। গত বছর সর্বোচ্চ এই গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছিল ৮ হাজার ৩৪৪ জন। সে হিসেবে ফলের অবনমন ঘটেছে। শিক্ষাবোর্ড সূত্রে প্রাপ্ত অনুযায়ী চট্টগ্রাম নগরীতে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ, নগরীসহ জেলায় পাসের হার ৭৯ দশমিক ৯৭ শতাংশ, নগরী বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৬, কক্সবাজার জেলায় পাসের হার ৭৪ দশমিক ২৯ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার ৬২ দশমিক ৭২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৫০ দশমিক ৫২ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৫৭ দশমিক ৯২ শতাংশ। ফলে বেশ পিছিয়ে তিন পার্বত্য জেলা। অবকাঠামো, যোগাযোগসহ নানা কারণে পাহাড়ী এই তিন জেলার ফল বরাবরই পিছিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শতভাগ পাস করেছে এমন স্কুলের সংখ্যা এবার ২৭। কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠান এবার একটিও নেই। চট্টগ্রাম বোর্ডে সেরা ১০ ॥ পাসের হার এবং জিপিএ-৫ এর ভিত্তিতে বরাবরের মতো এবারও ১০ জনের একটি তালিকা পাওয়া গেছে বোর্ড থেকে। প্রতিবারের মতো এবারও অধিকাংশ জিপিএ-৫ ভাল স্কুলগুলোর দখলে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছেÑ কলেজিয়েট স্কুল (৩৯৭), সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয় (৩২৬), মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়-বাওয়া (২৭৯), ডাঃ খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় (২৭৩), নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়-(২৬৫), নৌবাহিনী স্কুল এ্যান্ড কলেজ (২৪৩), চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় (২৮২), চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (১৭০), বাকলিয়া সরকারী উচ্চ বিদ্যালয় (১৪৫) এবং চিটাগাং ক্যান্টনমেন্টন পাবলিক স্কুল (১৩৯)।
×