ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহী বোর্ডে উত্তীর্ণ ২৭ প্রতিবন্ধী পাঁচজন পেয়েছে জিপিএ-৫

প্রকাশিত: ০৬:৪৬, ৭ মে ২০১৮

রাজশাহী বোর্ডে উত্তীর্ণ ২৭ প্রতিবন্ধী পাঁচজন পেয়েছে জিপিএ-৫

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ চলতি এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ২৯ শারীরিক ও দৃষ্টিপ্রতিবন্ধী অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ২৭ জন। দুইজন বাদে সবাই বিভিন্ন গ্রেডে উন্নীত হয়েছে। প্রতিবন্ধিতাকে পেছনে ফেলে সফলতা দেখিয়েছে তারা। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে ১৪ জন দৃষ্টিপ্রতিবন্ধী ও ১৫ জন ছিল শারীরিক প্রতিবন্ধী। এদের মধ্যে ১৩ দৃষ্টিপ্রতিবন্ধী বিভিন্ন গ্রেডে উন্নীত হলেও শারীরিক প্রতিবন্ধী ১৫ জনের জন্য ৫ জন পেয়েছে জিপিএ-৫। এক বিষয়ে ফেল করেছে একজন। রবিবার রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। রাজশাহী বোর্ডের সচিব প্রফেসর তরুন কুমার সরকার এসব উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এরা এসএসসিতে সাফল্য অর্জন করেছে। তাদের চলার পথ অন্যদের মতো মসৃণ না হলেও মেধা দিয়ে তারা সাফল্য পেয়েছে। এ বোর্ডের অধীনে শারীরিক প্রতিবন্ধী হয়েও জিপিএ-৫ প্রাপ্তরা হলো, বগুড়া জেলা স্কুলের ছাত্র কাজী ফাহিম আবরার, পাবনার বেড়া আল হেরা একাডেমির নাজিবুল আলম অনিক, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের আফরোজ আহমেদ আসিফ, রাজশাহী কলেজিয়েট স্কুলের এএসএম সাব্বির আহমেদ ও বগুড়া জিলা স্কুলের বাকী বিল্লাহ।
×