ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বেড়েছে পাসের হার, জিপিএ-৫

প্রকাশিত: ০৬:৪৩, ৭ মে ২০১৮

কুমিল্লায় বেড়েছে পাসের হার,  জিপিএ-৫

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৬ মে ॥ কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮০.৪০ শতাংশ। এ বছর এ বোর্ডের এক লাখ ৮২ হাজার ৭১১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ৪৬ হাজার ৮৯৭ জন। এবার এ বোর্ডে পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন এবং শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ৭৪টি। গত বছর এ বোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ ৮২ হাজার ৯৭৯ জন, পাসের হার ছিল ৫৯.০৩, জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৫০ জন এবং শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ১৪টি। রবিবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান এসব তথ্য জানান। জানা যায়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলে তিনটি বিভাগে গড় পাসের হারে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের গড় পাসের হার ৮১.২৯ ও মেয়েদের ৭৬.৬৯। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন। এর মধ্যে ৩ হাজার ৪৮৬ জন ছেলে ও ৩ হাজার ৩৭৯ মেয়ে। এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৩৮ শতাংশ। এ বিভাগে ৫৪ হাজার ৮৭৯ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৭৯৫ জন এবং ছেলেদের পাসের হার ৯৪.৫২ ও মেয়েদের ৯৪.২৩। জিপিএ-৫ পাওয়া ছেলে ৩ হাজার ৪৩২ জন ও মেয়ে ৩ হাজার ২১৩ জন। মানবিক বিভাগে পাসের হার ৬৭ দশমিক ৮৫ শতাংশ। এ বিভাগে ৫১ হাজার ৭৭৭ পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩৫ হাজার ১৩১ জন ও ছেলেদের পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মেয়েদের ৭৯ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ছেলে ১১ জন ও মেয়ে ৫১ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৮৫ শতাংশ। এ বিভাগে ৭৬ হাজার ৫৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৯৭১ জন ও ছেলেদের পাসের হার ৭৬.৭৯ এবং মেয়েদের ৮১ দশমিক ৩৬ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ছেলে ৪৩ জন ও মেয়ে ১১৫ জন। এ বছর ১ হাজার ৭০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে এবং কোন প্রতিষ্ঠানে পাসের হার শূন্য নেই। গত বছরের তুলনায় এ বছর এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২৬৮ জন বৃদ্ধি পেলেও পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
×