ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোর বোর্ডে বেড়েছে জিপিএ-৫

প্রকাশিত: ০৬:৪৩, ৭ মে ২০১৮

যশোর বোর্ডে  বেড়েছে  জিপিএ-৫

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তি। ২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফলে এই বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৩৯৫। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ০৪ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৬০ শিক্ষার্থী। রবিবার দুপুরে প্রকাশিত ফলে যশোর বোর্ডের এই চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৮৩ হাজার ৫৮৪ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪০ হাজার ৬৯৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৬৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৫ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৩ দশমিক ৪০ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তি বেড়েছে ২ হাজার ৯৩৫। গত বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৫৩ হাজার ৬৭৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ২২ হাজার ৯৯৫ জন। পাসের হার ছিল ৮০ দশমিক ০৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৬০ জন।
×