ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে সাভারে কারখানায় ভাংচুর

প্রকাশিত: ০৫:৫৭, ৭ মে ২০১৮

বকেয়া বেতনের  দাবিতে সাভারে  কারখানায় ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ মে ॥ বকেয়া চার মাসের বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। রবিবার রাতে সাভারের আড়াপাড়া এলাকায় আব্বাস এ্যাপারেলন্স লিমিটেড গার্মেন্টসে এ ঘটনা ঘটে। জানা গেছে, আব্বাস এ্যাপারেলন্স গার্মেন্টসে কাজ করে আসছিল ৬ শতাধিক শ্রমিক। শ্রমিকদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন দেয়ার কথা ছিল রবিবার মালিকপক্ষের। শ্রমিকরা সকাল থেকে না খেয়ে রাত পর্যন্ত কারখানায় ভেতরে অবস্থান নিলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিতে আসেনি। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা রাতে কারখানায় ব্যাপক ভাংচুর করে। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা শ্রমিকদের ভাংচুরে বাধা দিলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। পরে পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ করে কারখানা থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা জানায়, তারা ৪ মাসের বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। এছাড়া বেতনের দাবিতে শ্রমিকরা এক মাস ধরে আন্দোলন করে এলে মালিকপক্ষ শ্রমিকদের বেতন প্রদানে কোন সাড়া দেননি।
×