ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে শুরুর দিনেই ট্রেন চলবে ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৬, ৭ মে ২০১৮

পদ্মা সেতুতে শুরুর  দিনেই ট্রেন  চলবে ॥ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ পদ্মা সেতুতে একই দিনে ট্রেন ও যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। রবিবার রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। চীনা এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের মূলকাজ শুরুর জন্য চুক্তি সই হওয়া উপলক্ষে রেল ভবনে রবিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত ২৭ এপ্রিল চীনে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সংবাদ সম্মেলনে রেল সচিব মোফাজ্জেল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব জাহিদুল হক, রেল সংযোগ প্রকল্পের পরিচালক ফখরুদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী বলেন, একই দিনে পদ্মা সেতুতে রেল ও যানবাহন চলবে। আমরা সেইভাবেই পরিকল্পনা নিয়েছি। প্রকল্পের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তিনি যেদিন সময় দেবেন ওইদিনই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে। এর পরেই মূল কাজ শুরু হবে। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর মতোই সেতুর রেল সংযোগ প্রকল্প এখন আর স্বপ্ন নয় বাস্তব। প্রকল্পে প্রথমে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল চলবে। ইতোমধ্যেই ৮০ ভাগ ভূমি উন্নয়ন হয়ে গেছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালুর বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী।
×