ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের সমতা লন্ডনে কাউন্সিলর নির্বাচিত ॥ আনন্দের বন্যা

প্রকাশিত: ০৫:৫৫, ৭ মে ২০১৮

হবিগঞ্জের সমতা  লন্ডনে কাউন্সিলর  নির্বাচিত ॥ আনন্দের বন্যা

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামের সমতা খাতুন লন্ডন সেন্ট প্যাস্কক্রাস সামার’স টাউন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো এই পদে আসীন হলেন। তার এ বিজয়ে হবিগঞ্জে বইছে আনন্দের বন্যা। প্রতিদিনই তার গ্রামের বাড়িতে নারী-পুরুষ ভিড় করছেন। লন্ডনের দ্বিতীয় বাঙালী অধ্যুষিত শহর ক্যামডেনে গত ৩ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সর্বোচ্চ ২৬১১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রজার রবিনসন ও পল টমিলিনসন। তারা যথাক্রমে পেয়েছেন ২৫২০ এবং ২৪৬০ ভোট। সমতা মরহুম হাজী আলী আছকরের কন্যা ও লন্ডন প্রবাসী সমাজসেবী গাজীউর রহমান গাজীর ছোট বোন। সমতা খাতুন ইংল্যান্ডের লন্ডন বরা অব ক্যামডেন টাউনে বসবাস করেন। তিনি ২ পুত্র ও ১ কন্যা সন্তানের জননী। তার স্বামী সাজ্জাত হোসেন খান টিপু ব্যবসায়ী। এদিকে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় সমতা জানান, একজন বাঙালী হিসেবে গর্ববোধ করি। প্রতিবারই যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাই। বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা সবাই সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির জন্য সমৃদ্ধি বয়ে আনুন।
×