ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ সারাদেশে বিএনপির সমাবেশ

প্রকাশিত: ০৫:৫৪, ৭ মে ২০১৮

খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ সারাদেশে বিএনপির  সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে আজ সোমবার রাজধানীসহ সারাদেশে জেলা ও মহানগর সদরে সমাবেশ কর্মসূচী পালন করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেলা ২টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচী ঘোষণা করেন। রিজভী বলেন, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করার ব্যাপারে আমরা পুলিশকে চিঠি দিয়েছি। সিটি কর্পোরেশনকেও অবহিত করেছি। তারা বলেছে পুলিশের অনুমতি হলে আমাদের কোন আপত্তি নেই। তাই আমরা আশা করছি শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচী পালন করার অনুমতি আমাদের দেয়া হবে। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার রহস্যজনক আচরণ করছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বন্দী রেখে সরকার প্রধান উল্লাসে মেতে উঠেছেন। আমি আবারও তার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানাচ্ছি। বিএনপি সম্পর্কে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যেও সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ছুটিতে যাওয়ায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওপর ফালতু ও উদ্ভট কথা বলার দায়িত্ব পড়েছে। আমরা জানি সব ফালতু ও উদ্ভট কথা আগে হাছান মাহমুদ বলতেন। মনে হয় তিনি ছুটিতে যাওয়ায় এখন ওবায়দুল কাদের ওপর সেই দায়িত্ব দেয়া হয়েছে। ‘পাহাড়ে রক্তপাত বিএনপি-জমায়াতের ইঙ্গিতে হচ্ছে’ বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তিনি লাগাম ছাড়া বক্তব্য দিচ্ছেন। তবে শুধু পাহাড় কেন দেশের সব রক্তপাতের জন্য দায়ী আওয়ামী লীগ। পাহাড়ে তাদের লালিত সন্ত্রাসীরাই রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে। তাদের দলের নেতাকর্মীদের হাতে অস্ত্রের ছড়াছড়ি। তারা হাজার হাজার অস্ত্রের লাইসেন্স দিয়েছে এবং বেআইনী অস্ত্র মজুদ রাখার অধিকার দিয়েছে দলীয় সন্ত্রাসীদের। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ। প্রত্যাশা করছি মুক্তির বিষয়ে ৮ মে খালেদা জিয়া সঠিক সিদ্ধান্ত পাবেন- নজরুল ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রত্যাশা করছি খালেদা জিয়া ৮ মে আদালতের সঠিক সিদ্ধান্ত পাবেন। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে ‘এ্যাকটিভ সিটিজেন অব বাংলাদেশ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম বলেন, ৮ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন শুনানি আছে। আমরা আশা করছি, সেই শুনানিতে আমরা সঠিক সিদ্ধান্ত পাব। ইতোমধ্যে অন্যান্য মামলায় খালেদা জিয়াকে আটকে রাখার অপচেষ্টা চলছে। তবুও আমরা আশা করব, সুপ্রীমকোর্ট ইচ্ছে করলে সে বিষয়েও কোন নির্দেশনা দিতে পারে। নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। তবে বিএনপির মতো একটি রাজনৈতিক দল, শুধু আন্দোলনের এই ধরনটাই জানে বা বুঝে, আর কোন ধরন জানে না- সেটা তো ঠিক না। প্রয়োজনে জনগণের স্বার্থে আন্দোলনের ধরনও পরিবর্তন হতে পারে। কিন্তু সেই পরিবর্তন হবে প্রয়োজনের তাগিদে। আর আন্দোলনে সেই পরিবর্তন হবে, খালেদা জিয়া, তারেক রহমান ও দলের নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী। নজরুল খান বলেন, বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা নেই। তারা জানে, খালেদা জিয়াকে ছাড়া আমরা নির্বাচনে যাব না। তাই খালেদা জিয়াকে বেআইনীভাবে আটকে রাখতে চায়। এভাবে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। খালেদা জিয়াকে আইনী প্রক্রিয়ায় মুক্ত করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আইনী প্রক্রিয়ায় তার মুক্তি না হলে এরপরে কি করা যাবে সেটা দল সিদ্ধান্ত নেবে। আয়োজক সংগঠনের নেতা সাবেক সাংসদ আবদুল গফুর ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক নান্নু, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান প্রমুখ।
×