ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাসের হারে মেয়েরা জিপিএ ৫-এ ছেলেরা এগিয়ে

প্রকাশিত: ০৫:৫১, ৭ মে ২০১৮

পাসের হারে মেয়েরা  জিপিএ ৫-এ ছেলেরা এগিয়ে

স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পাসের দিক দিয়ে গত দুই বছরের ধারাবাহিকতা ধরে রেখেছে মেয়েরা। এবারও তারা পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে আছে। তবে পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও মেধার সর্বোচ্চ সূচক জিপিএ-৫ বেশি পেয়েছে ছেলেরা। রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার পর সার্বিক ফলে এ তথ্য পাওয়া গেছে। ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৬ হাজার ৫৭৪। পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪। এবার এসএসসি ও সমমানের গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৬.৭১ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৭৮.৮৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী। রবিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন। এসময় শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী জানান, এবার ১০ শিক্ষা বোর্ড থেকে ১০ লাখ ২২ হাজার ৩২০ ছাত্র পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭ লাখ ৮৪ হাজার ২৪৫। আর পরীক্ষা দেয়া ১০ লাখ ৪ হাজার ২৫৪ ছাত্রীর মধ্যে পাস করেছে ৭ লাখ ৯১ হাজার ৮৫৯। ফল অনুযায়ী, ছাত্রদের পাসের হার ৭৬.৭১ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৭৮.৮৫ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ২.১৪ শতাংশ বেশি। গত বছর ছেলেদের পাসের হার ছিল ৭৯.৯৩ শতাংশ এবং মেয়েদের ছিল ৮০.৭৮ শতাংশ। ২০১৬ সালে ছেলেদের পাসের হার ছিল ৮৮.২ শতাংশ এবং মেয়েদের ছিল ৮৮.৩৯ শতাংশ। তবে এ বছর মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৫ হাজার ৭০১ এবং ছাত্রী ৫৪ হাজার ৯২৮। এখানে ছেলেরা মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে। এবার আটটি সাধারণ বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ এবং মেয়েদের ৮০ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে, ছেলেরা এক হাজার ৯৮৮ ও মেয়েরা এক হাজার ৩৮৩। কারিগরি বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে, মেয়েরা এক হাজার ৯১৪ ও ছেলেরা দুই হাজার ৪৯৯।
×