ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৮, ৭ মে ২০১৮

বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ পৃথক বজ্রপাতে বরিশাল ও ফরিদপুরে দুই কৃষক এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি দুর্ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায় এবং রাত সাড়ে ৮টায়। সিলেটে বজ্রপাত হয় রবিবার সকালে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, বরিশাল জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ছয়গ্রামে শনিবার রাত সাড়ে আটটার দিকে বজ্রপাতে রহিম মোল্লা (৩৫) নামের এক কৃষক মারা গেছে। পুলিশ জানায়, ছয়গ্রামের বাসিন্দা রহিম মোল্লা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে খোলা মাঠ দিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে আটটার দিকে কর্ত্যবরত চিকিৎসক রহিম মোল্লাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর ॥ এখানে খোরশেদ বেপারী (৫৮) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছে। শনিবার সন্ধ্যার দিকে জেলা সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের কানু মাতুব্বরের ডাঙ্গি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খোরশেদ কানু মাতুব্বরের ডাঙ্গি গ্রামের হাসেম বেপারীর ছেলে। জানা গেছে, খোরশেদ বিকেলে হেঁটে তার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে মজলিসপুরে ছেলের বাড়িতে যাচ্ছিলেন। ওই সময় তার ওপর বজ্রপাত হয়। সিলেট ॥ গোয়াইনঘাটে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোঃ মকবুল হোসেন। তিনি উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ি গ্রামের মৃত আছকর মিয়ার পুত্র। রবিবার সকাল ৯টার দিকে বাইমার পার বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে মকবুল মারা যায়।
×