ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশুদ্ধ কৃত্রিম হীরা তৈরি

প্রকাশিত: ০৫:৩৭, ৭ মে ২০১৮

বিশুদ্ধ কৃত্রিম  হীরা তৈরি

অত্যন্ত দামী বস্তু হীরা। তাই বিলাসী অলঙ্কার হিসেবেই বিশ্বব্যাপী পরিচিত। তবে বিজ্ঞানের কল্যাণে এবার হীরা মিলবে ২০ শতাংশ কম দামে! ব্রিটিশ বিজ্ঞানীরা গবেষণাগারে কৃত্রিম উপায়ে হীরা তৈরি করেছেন, যা প্রাকৃতিক হীরার মতোই বিশুদ্ধ। গবেষণাগারে ১ ক্যারেট হীরা তৈরিতে মাত্র কয়েকদিন সময় লাগে, যা কেবল মিথেন এবং হাইড্রোজেন গ্যাস প্রক্রিয়াজাত করেই তৈরি করা যায়। যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের এই প্রকল্পটির গবেষকরা বলেন, ল্যাবে তৈরি হীরা বিশুদ্ধ, প্রাকৃতিক হীরার চেয়ে বেশি পরিবেশবান্ধব এবং ২০ শতাংশ সস্তা। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক অলিভার উইলিয়ামস বলেন, প্রাকৃতিক যেসব হীরা পাওয়া যায়, সেসব হীরার মতোই কৃত্রিম উপায়ে তৈরি হীরা বিশুদ্ধ। সেরা মানের পাশাপাশি বলা যায় এটি এক ট্রিলিয়নের এক এ্যাটমের চেয়েও কম অশুদ্ধ। হীরা ইন্ডাস্ট্রির জন্য গবেষণাগারে তৈরি হীরা হুমকি হিসেবেই মনে করা হচ্ছে। -ওয়েবসাইট অবলম্বনে।
×