ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে কাজ করছে চীন

প্রকাশিত: ০৫:১৭, ৭ মে ২০১৮

বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে কাজ করছে চীন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ব অর্থনীতিতে শীর্ষস্থান দখলের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে চীন। বিশ্বের প্রায় সব দেশেই পণ্য রফতানি করছে তারা। প্লাস্টিক থেকে শুরু করে প্রযুক্তি পণ্য- সব খাতেই ক্রমান্বয়ে এগিয়ে চলেছে এশিয়ার দেশটি। সেই ধারাবাহিকতায় কয়েক বছর আগে তাদের শিল্প খাতে যুক্ত হয়েছে গাড়ি। ইতোমধ্যে কয়েকটি ব্র্যান্ডও প্রতিষ্ঠা লাভ করেছে ওই দেশে। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রফতানির লক্ষ্যে কাজ করছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিশ্ব বাজারে বাড়ছে চীনের রাজত্ব। একের পর এক শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে দেশটি। তারই ধারাবাহিকতায় চীনের উৎপাদন শিল্পে যুক্ত হয়েছে গাড়ি। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি স্পোর্টস কার উৎপাদন ও বাজারজাত করছে চীন। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উন্নত সেবা দেয়ার মাধ্যমে ইতোমধ্যে ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে দেশটির কয়েকটি প্রতিষ্ঠান। অভ্যন্তরীণ বাজার দখলে সফলতা দেখিয়েছে সেগুলো। সেই লক্ষ্যে টেসলার মতো জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে চীনের প্রতিষ্ঠানগুলো।
×