ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্যাবলেটে বাজারের শীর্ষে এ্যাপল

প্রকাশিত: ০৫:১৬, ৭ মে ২০১৮

 ট্যাবলেটে বাজারের শীর্ষে এ্যাপল

বছরের প্রথম প্রান্তিকে ট্যাবলেট বাজারের ২৮.৮ শতাংশ দখল নিয়ে শীর্ষস্থানে উঠেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এ্যাপল। শুক্রবার ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (আইডিসি) প্রতিবেদনে বলা হয়, এই প্রান্তিকে সব প্রতিষ্ঠানের মোট ট্যাবলেট বিক্রি হয়েছে ৩.১৭ কোটি, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১১.৭ শতাংশ কম। প্রথম প্রান্তিকে ৯১ লাখ আইপ্যাড বিক্রি হয়েছে এ্যাপলের। এর মধ্যে আইপ্যাড প্রো বিক্রি হয়েছে ১৮ লাখ, এতে ‘ডিটাচএবল’ ট্যাবলেট বাজারে শীর্ষস্থানে পৌঁছেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। অন্যদিকে ট্যাবলেট বাজারের ১৬.৭ শতাংশ দখল নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। আগের বছরের চেয়ে প্রতিষ্ঠানের ট্যাবলেট বিক্রি কমেছে ১১.৪ শতাংশ। প্রথম প্রান্তিকে মাইক্রোসফট সারফেইস এবং আইপ্যাড প্রোর মতো ‘ডিটাচএবল’ ট্যাবলেটের বিক্রি এক বছরে বেড়েছে ২.৯ শতাংশ। নতুন মডেল আসায় এই ট্যাবলেটগুলো দখল করেছে বাজারের ১৫.৩ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×