ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্জিত মুনাফার শতভাগ রেখে দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক

প্রকাশিত: ০৫:১২, ৭ মে ২০১৮

অর্জিত মুনাফার শতভাগ রেখে দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের ২০১৭ সালের ব্যবসায় অর্জিত মুনাফার শতভাগ ব্যাংকে রেখে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে শেয়ারহোল্ডারদের মুনাফার কোন অংশ বা লভ্যাংশ প্রদান করা হবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। শাহজালাল ইসলামী ব্যাংকের ২০১৭ সালে সাবসিডিয়ারি কোম্পানিসহ সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৪ টাকা। তবে কোম্পানিটির পর্ষদ শুধু বোনাস শেয়ার ঘোষণার মাধ্যমে এই মুনাফার শতভাগই কোম্পানিতে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে কোম্পানিটির মুনাফার তুলনায় লভ্যাংশ প্রদান অনুপাত (ডিভিডেন্ড পে আউট রেশিও) হবে শূন্য। কোম্পানিটির পর্ষদ ২০১৭ সালের ব্যবসায় ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শেয়ারহোল্ডারদের কোম্পানি থেকে কোন ধরনের সম্পদ প্রদান করতে হবে না। যাতে লভ্যাংশ প্রদান অনুপাত হবে শূন্য। ব্যাংকটির ২০১৬ সালে ইপিএস হয়েছিল ২.২৬ টাকা। যা ২০১৭ সালে ২৩ শতাংশ কমে হয়েছে ১.৭৪ টাকা। আর ২০১৬ সালের ১৫ শতাংশ (১০% নগদ ও ৫% বোনাস) লভ্যাংশ থেকে কমিয়ে ২০১৭ সালের জন্য ১০ বোনাস শেয়ার ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির শেয়ার প্রতি ১.৭৪ টাকা হিসেবে ২০১৭ সালে মোট ১৩৪ কোটি ২৩ লাখ টাকা মুনাফা হয়েছে। এর মধ্যে শেয়ার প্রতি ১ টাকা হিসাবে মোট ৭৭ কোটি ১৪ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে।
×