ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট সিরিজ

দ্বিতীয় ওয়ানডেতে রুমানাদের করুণ হার

প্রকাশিত: ০৫:০৯, ৭ মে ২০১৮

 দ্বিতীয় ওয়ানডেতে রুমানাদের করুণ হার

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বাজে অবস্থায় পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডেতে বেহাল অবস্থা হয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে তো বাংলাদেশ দলের করুণ অবস্থা হয়েছে। ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। তাও আবার ৩৩ ওভার হাতে থাকতেই জিতে গেছে স্বাগতিকরা। বাংলাদেশকে ৮৯ রানে অলআউটও করে দিয়েছে। কি করুণ দশা হচ্ছে। প্রস্তুতি ম্যাচটাই শুধু যেন ভাল হয়েছে। এরপর তো বিপদেই পড়ে থাকছে রুমানা, সালমারা। ভাল খেলার প্রত্যাশা নিয়ে গেছে। পারলে জয় তুলে নেয়ার আশাও করেছে। কিন্তু জয় যেন দূর আকাশের তারাই হয়ে থাকবে। প্রথম ওয়ানডেতে ১০৬ রানের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতেও যখন দুর্বিষহ অবস্থা হয়েছে, তাতেই যেন ভবিষ্যত যে কতটা খারাপ তা বোঝা হয়ে যাচ্ছে। পোচেফস্ট্রুমের সেনওয়াস পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে আগে ফিল্ডিং করে বড় হার হওয়ার শিক্ষা থেকেই এমন করেছে হয়তো দল। কিন্তু তাতে লাভ তো হলোই না, উল্টো লজ্জাই যেন মিলল। ৯০ রানও করতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩ উইকেট করে নেয়া খাকা ও এনটোজাখে মিলে এমন ধস নামান, ৩৯.৫ ওভারে ৮৯ রান করতেই বাংলাদেশের ইনিংসের দম ফুরায়। পান্না ঘোষ অপরাজিত ২০ রান যে করেন, সেটিই বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ রান। পান্না ছাড়া জাহানারা আলম (১৮) ও নিগার সুলতানা (১৭) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন। বাকিরা ব্যর্থতার বোঝা নিয়েই মাঠ ছাড়েন। জবাব দিতে নেমে ১ উইকেট হারিয়ে ১৭.১ ওভারে ৯০ রান করে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার উলভার্ট অপরাজিত ৩৭, লি ৩২ ও চেটি অপরাজিত ১৩ রান করেন। সালমা খাতুন একমাত্র উইকেটটি নেন। একেকটি করে ওয়ানডে যাচ্ছে। দক্ষিন আফ্রিকার বিপক্ষে অতীতের সব বাজে অবস্থাকে হার মানাচ্ছে বাংলাদেশ। বাজে অবস্থার, বেহাল দশার, করুণ অবস্থার যেন নতুন কষ্টের স্মৃতি জুড়ে যাচ্ছে। প্রথম ওয়ানডেতে ১০৬ রানের হারটি আগের যে সময়ের চেয়ে রানের দিক দিয়ে বড় হার ছিল। এবার রবিবার যে দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে হারল বাংলাদেশ, তা আগের যে কোন সময়ের চেয়ে উইকেটের হার দিক দিয়ে বড় হার। এর আগে ২০১৩ সালে সেঞ্চুরিয়ানে এবং গত বছর কক্সবাজারে ৮ উইকেটের হারগুলোই উইকেটের দিক দিয়ে সবচেয়ে বড় হার ছিল। এবার সেই হারকেও হার মানিয়ে লজ্জা যুক্ত হয়েছে। প্রথম ওয়ানডেতে যে হার হয়েছে, রানের দিক দিয়ে সবচেয়ে বড় হার ছিল। এবার যে হার হলো তা উইকেটের দিক দিয়ে সবচেয়ে বড় হার। স্কোর ॥ বাংলাদেশ ইনিংস ॥ ৮৯/১০; ৩৯.৫ ওভার (পান্না ২০*, জাহানারা ১৮, নিগার ১৭; খাকা ৩/১৩)। দক্ষিণ আফ্রিকা ইনিংস ॥ ৯০/১; ১৭.১ ওভার (উলভার্ট ৩৭*, লি ৩২, চেটি ১৩*; সালমা ১/৯)। ফল ॥ বাংলাদেশ ৯ উইকেটে পরাজিত।
×