ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুম্বাইর জয়, উপেক্ষিত মুস্তাফিজ

প্রকাশিত: ০৫:০৮, ৭ মে ২০১৮

মুম্বাইর জয়, উপেক্ষিত মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে বাকি সব ম্যাচে জিততে হবে, এমন কঠিন সমীকরণ মাথায় রেখে ফের জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। রবিবার দিনের প্রথম খেলায় কলকাতা নাইট রাইডার্সকে ১৩ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। সুরিয়া কুমার যাদবের দুরন্ত হাফসেঞ্চুরি (৫৯), এভিন লুইসের ৪৩ ও হারদিক পান্ডিয়ার অপরাজিত ৩৫ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মুম্বাই। জবাবে ৬ উইকেটে ১৬৮ রানে থামে নাইটদের সংগ্রহ। রবিন উথাপ্পা ৩৫ বলে ৫৪ রানের দারুণ একটি ইনিংস খেলে আউট হন। ২৬ বলে ৩৬ রানে অপরাজিত থেকেও হার নিয়ে মাঠ ছাড়েন কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক। মুম্বাইর হয়ে হারদিক পান্ডিয়া নেন ২ উইকেট। এ ম্যাচেও ইন্ডিয়ান্স স্কোয়াডে জায়গা হয়নি বাংলাদেশী তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে স্বাগতিক মুম্বাই। টানা চতুর্থ ম্যাচে মুম্বাই একাদশের বাইরেই থাকেন বাংলাদেশী কাটার-মাস্টার মুস্তাফিজ। উদ্বোধনী জুটিতে ৮৯ রান যোগ করেন দুই ওপেনার সুরিয়া কুমার যাদব এবং এভিন লুইস। ৫ চার এবং ২ ছক্কার মারে মাত্র ২৮ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন ক্যারিবিয়ান লুইস। মৌসুমের চতুর্থ ফিফটিতে ৫৯ রানের ইনিংস খেলেন সুরিয়া কুমার। ৩৯ বলের ইনিংসে ৭টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। ব্যর্থ অধিনায়ক রোহিত আউট হন মাত্র ১১ রান করে। শেষদিকে অলরাউন্ডার হারদিক পান্ডিয়ার ঝড়ো ক্যামিওতে ১৮০ ছাড়ায় মুম্বাইয়ের স্কোর। ৪টি চার এবং ১ ছক্কার মারে ২০ বলে অপরাজিত ৩৫ রান করেন তিনি। এছাড়া ক্রুনাল পান্ডিয়া ১৪ এবং জেপি ডুমিনি অপরাজিত ১৩ রান করেন। কলকাতার হয়ে ২টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। এদিকে প্রায় প্রতি ম্যাচের আগেই জহির খান, সঞ্জয় মাঞ্জরেকার ও শন টেইটদের মতো সাবেক তারকারা মুস্তাফিজ একাদশে না থাকায় মুম্বাইয়ের সমালোচনা করেন।
×