ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগেভাগেই ফিরলেন নেইমার

প্রকাশিত: ০৫:০৮, ৭ মে ২০১৮

আগেভাগেই ফিরলেন নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসের মাঝামাঝিতে মাঠে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিলেন নেইমারের চিকিৎসক। কিন্তু গত শুক্রবার হঠাৎ করেই রিও থেকে প্যারিসে উড়াল দেন পিএসজির এই ব্রাজিলিয়ান সুপারস্টার। শুধু তাই নয়, শনিবার সবাইকে অবাক করে প্যারিস সেইন্ট জার্মেইর অনুশীলন মাঠেও ফিরেছেন সাবেক বার্সিলোনার এই তারকা ফরোয়ার্ড। নেইমারের এমন ফেরায় দারুণ উচ্ছ্বসিত পিএসজি শিবির। শনিবার কিছু ছবি সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারেও পোস্ট করেছে ক্লাবটি। যেখানে ব্রাজিলিয়ান সুপারস্টারকে জিমে ওয়ার্ক আউট করতে দেখা যায়। একটি ছবিতে দেখা যাচ্ছে নেইমার পা দিয়ে ভারি ওজন উঠাচ্ছেন ও পায়ের শক্তি বৃদ্ধির জন্য ওয়ার্কআউট করছেন। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে খালি পায়ে নেইমার বালু দিয়ে ঢাকা একটি জায়গায় হাঁটছেন। ইনজুরি কাটিয়ে ফিরে আসা খেলোয়াড়দের জন্য সাধারণত এই ধরনের অনুশীলনের ব্যবস্থা করা হয়। গত মার্চে ফ্রেঞ্চ লীগ ওয়ানের ম্যাচে মার্সেইর বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। এরপর থেকেই সুস্থতার জন্য ফ্রান্স ছেড়ে ব্রাজিলে চলে গিয়েছিলেন তিনি। বেশ কিছুদিন নিজের দেশে থেকে সঠিক পরিচর্যার মাধ্যমে সুস্থ করে গড়ে তুলেন নেইমারকে। গত গ্রীষ্মকালীন দলবদলে স্প্যানিশ লা লিগার জায়ান্ট ক্লাব বার্সিলোনা থেকে ফ্রেঞ্চ লীগ ওয়ানে নতুন করে ঠিকানা গড়েন তিনি। তাকে পেতে পিএসজিকে গুনতে হয় রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো। বার্সা থেকে লীগ ওয়ানে যাওয়ার পর এবারের মৌসুমে পিএসজির হয়ে নেইমার মাত্র ৩০টি ম্যাচ খেলেতে পেরেছেন। চলতি মৌসুমে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হয়ে আর মাঠে নামা হচ্ছে না তার। আজ স্টাডে ডি ফ্রান্সে অনুষ্ঠিত হবে ফ্রেঞ্চ কাপের ফাইনাল। যেখানে তৃতীয় বিভাগের দল লেস হারবিয়ার্সের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচেও নেইমারকে দর্শকের ভূমিকায় থাকতে হবে। তবে আগামী শনিবার ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে রেনেসের বিপক্ষে পিএসজির লীগ শিরোপা উদযাপনে ঠিকই সতীর্থদের সঙ্গে থাকবেন নেইমার। আগামী ১৯ মে কায়েনের বিপক্ষে পিএসজি শেষ লীগ ম্যাচে মাঠে নামবে। সেই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে সাবেক বার্সিলোনা ও সান্তোসের এই তারকা ফরোয়ার্ডের। আগামী জুনে রাশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে ফেবারিটের তকমাটা গায়ে মাখানো সেলেসাওদের। বাছাইপর্বেই নিজেদের জাত ছিনিয়েছে তিতের দল। দুর্দান্ত খেলে ল্যাটিন আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবেই রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৮ বিশ্বকাপকে ঘিরে স্বপ্ন দেখছেন নেইমারও। এর আগে নেইমার স্পষ্টভাবেই জানিয়েছিলেন যে, জুনে রাশিয়ায় শুরু হওয়া বিশ্বকাপই তার মূল লক্ষ্য। নেইমারের পায়ে অস্ত্রোপচার করা ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রড্রিগো লাসমার জানান, আগামী ২১ মে থেকে শুরু হওয়া ব্রাজিলের অনুশীলন ক্যাম্পের জন্য নেইমার শতভাগ ফিট। ব্রাজিল ভক্তদের জন্য এটা নিঃসন্দেহে আনন্দের খবর। কেননা, বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল হলেও দীর্ঘদিন ধরেই শিরোপা খরায় ভুগছে তারা। ২০১৪ বিশ্বকাপে ঘরের মাটিতেও লজ্জাজনকভাবে হার মানে জার্মানির কাছে। এবার তাই শিরোপা আক্ষেপ ঘোচাতে মরিয়া জেসুস-কুটিনহোরা।
×